শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে তুষারের প্রধান সহযোগী গ্রেফতার

- Update Time : ০৬:৩০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ১৪ Time View
হাতিরঝিল থানার চাঁদাবাজি মামলার আসামি ভাগ্নে তুষারের প্রধান সহযোগী মোঃ হাসান ওরফে প্যান্ডি হাসান (২৬)কে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
আজ মঙ্গলবার র্যাব-৩ মিডিয়া শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, হাতিরঝিল, রামপুরা ও খিলগাঁও এলাকায় চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের কারনে পূর্বে র্যাব-৩ কর্তৃক গ্রেফতারকৃত মোহাম্মদ ইব্রাহিম খান তুষার ওরফে ভাগ্নে তুষার ও তার সহযোগীদের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার সাধারণ জনগন অতিষ্ট। গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ১৭ মার্চ বিকেলে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ভাগ্নে তুষার এর প্রধান সহযোগী মোঃ হাসানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, প্যান্ডি হাসান হাতিরঝিল, রামপুরা ও খিলগাঁও এলাকায় চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিল। ভাগ্নে তুষার এর গ্রেফতারের পর প্যান্ডি হাসান এলাকায় চাাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড চালাতো। প্যান্ডি হাসানের বিরুদ্ধে হাতিরঝিল থানায় ২১ জানুয়ারি ২০২৫ তারিখে মামলা হলে তাকে গ্রেফতার করতে র্যাব-৩ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। মামলার পর থেকে ধৃত আসামি ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকতো বলে জানায়। তার নামে আরো ২টি চাঁদাবাজী মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়