শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতে টিকা গ্রহণের সংস্কৃতি গড়ে তুলতে হবে — মুহম্মদ হিরুজ্জামান

- Update Time : ০৭:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ২৬২ Time View
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান বলেছেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতে টিকা গ্রহণের সংস্কৃতি গড়ে তুলতে হবে। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। একটি রাষ্ট্রের মূল ভিত্তি হলো সুস্থ, শিক্ষিত ও সচেতন নাগরিক।
শনিবার(১৮ অক্টোবর) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে টাইফয়েড টিকাদান কার্যক্রম নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে বিভাগীয় পর্যায়ের পরামর্শমূলক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, টাইফয়েড টিকাদান কার্যক্রমের সফল বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। টিকা গ্রহণ সম্পর্কে জনগণের মধ্যে বিদ্যমান দোদুল্যমানতা ও বিভ্রান্তি পরিহারে গণমাধ্যম নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে পারে। সচেতনতার অংশ হিসাবে তিনি গণমাধ্যকর্মীদের লেখনির পাশাপাশি টিকা সম্পর্কিত গুজব প্রতিরোধেও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
স্বাস্থ্য বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক ড. মো. গওসুল আজিম চৌধুরী বলেন, রংপুরে ৪৮ লাখ ৯৯ হাজার ৮২২ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত টিকা রেজিস্ট্রেশন হয়েছে ১৭ লাখ ৮২ হাজার ৮১ জন যা মোট লক্ষ্যমাত্রার ৩৬.৩৭ শতাংশ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) মোঃ আবু জাফর বলেন, শিশুদের ঝরে পড়া ও বিদ্যালয়ে অনুপস্থিতির অন্যতম কারণ হচ্ছে অসুস্থতা। টাইফয়েড টিকা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ্য শিশু আগামী দিনের সুস্থ্য সবল মানুষ তৈরী করে। এজন্য আমাদের সকলকে এই টিকার ব্যাপারে সচেতন হওয়া উচিত।
গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে এবং রংপুর জেলা ও আঞ্চলিক তথ্য অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, ইউনিসেফ রংপুরের সোশ্যাল অ্যান্ড বিহ্যাভিয়ার চেঞ্জ অফিসার মনজুর আহমেদ। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক মকবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা তথ্য অফিসের পরিচালক ড. মো: মোফাকখারুল ইকবাল, বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক মো: আব্দুর রহিম প্রমুখ।
কর্মশালায় সূচনা বক্তব্য প্রদান করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক ড. মো: মারুফ নাওয়াজ।
কর্মশালায় রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন।