ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন মুনিয়া হত্যাকাণ্ডে আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি টাকা নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য ! জামাতের গায়ে ছুঁচোর গন্ধ বনাম নির্বাচন বানচালের নতুন তত্ত্ব “পি আর”  ফরিদপুরের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী চুন্নু লাগামহীন দুর্নীতির পরও বহাল তবিয়তে হাত বেঁধে-মুখ ঢেকে নৌকায় চাপিয়ে জোর করে সাগরে ফেলা হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ দেশকে বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবেঃ তারেক রহমান নুরের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

শিশু আছিয়ার সুস্থতা কামনায় শাহজালাল হল ছাত্রদলের দোয়া ও ইফতার

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ১১:৫০:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ১৫৪ Time View

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হল ছাত্রদলের উদ্যোগে নির্যাতিত শিশু আছিয়ার দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে দুই শতাধিক হল শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তুষার। এছাড়াও ছাত্রদলের হল পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে আছিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ সময় ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তুষার বলেন, তিন লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। অথচ আজ স্বাধীন দেশে, সেই মার্চ মাসেই, দশ বছরের শিশু আছিয়া নির্মম নির্যাতনের শিকার হয়! এ লজ্জা শুধু আছিয়ার নয়, এ লজ্জা আমাদের ত্রিশ লক্ষ শহীদের, এ লজ্জা গোটা জাতির। মার্চ মাসে ধর্ষকরা শুধু একটি শিশুর শরীরকে রক্তাক্ত করেনি, তারা ১৯৭১-এর মতো আমাদের জাতীয় পতাকাকেও কলঙ্কিত করেছে।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল ১৯৭১ এবং ২০২৪-এর চেতনার একমাত্র ধারক। আমরা প্রশাসনের প্রতি দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করে সাধারণ শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা জোরদারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানাই।

উল্লেখ্য, গত ৫ মার্চ মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের শিশু আছিয়া।

Please Share This Post in Your Social Media

শিশু আছিয়ার সুস্থতা কামনায় শাহজালাল হল ছাত্রদলের দোয়া ও ইফতার

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
Update Time : ১১:৫০:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হল ছাত্রদলের উদ্যোগে নির্যাতিত শিশু আছিয়ার দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে দুই শতাধিক হল শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তুষার। এছাড়াও ছাত্রদলের হল পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে আছিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ সময় ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তুষার বলেন, তিন লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। অথচ আজ স্বাধীন দেশে, সেই মার্চ মাসেই, দশ বছরের শিশু আছিয়া নির্মম নির্যাতনের শিকার হয়! এ লজ্জা শুধু আছিয়ার নয়, এ লজ্জা আমাদের ত্রিশ লক্ষ শহীদের, এ লজ্জা গোটা জাতির। মার্চ মাসে ধর্ষকরা শুধু একটি শিশুর শরীরকে রক্তাক্ত করেনি, তারা ১৯৭১-এর মতো আমাদের জাতীয় পতাকাকেও কলঙ্কিত করেছে।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল ১৯৭১ এবং ২০২৪-এর চেতনার একমাত্র ধারক। আমরা প্রশাসনের প্রতি দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করে সাধারণ শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা জোরদারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানাই।

উল্লেখ্য, গত ৫ মার্চ মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের শিশু আছিয়া।