ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শিল্পাকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ পুলিশের

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৯:১৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ১৪৫ Time View

ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় থাকেন একসময়ের বলিউডের জনপ্রিয় তারকা শিল্পা শেঠি। ‘ধারকান’খ্যাত অভিনেত্রীকে ৬০ কোটি রুপির জালিয়াতির অভিযোগে প্রায় চার ঘণ্টার জিজ্ঞাসাবাদ চালিয়েছে মুম্বাই পুলিশ। মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে এ জিজ্ঞাসাবাদের বিষয়টি জানান এক কর্মকর্তা।

শিল্পার বাড়িতে গিয়ে পুলিশের পক্ষ থেকে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের সব ধরনের নথিও সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে এ মামলায় সেপ্টেম্বর মাসে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ করেছিল মুম্বাই পুলিশ। আগামী সপ্তাহে তাকে ফের তলব করা হবে জানানো হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে।

গত আগস্ট মাসেই শিল্পা ও তার স্বামী রাজের বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মুম্বাইয়ের এক ব্যবসায়ী। তার দাবি, একসময়ে শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে’ ৬০ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন তিনি। যে টাকা আত্মসাৎ করার অভিযোগ এই দম্পতির বিরুদ্ধে। সংশ্লিষ্ট ইস্যুতেই রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে মুম্বাই পুলিশ। দীপক কোঠারি নামে ওই ব্যবসায়ীর অভিযোগ ছিল, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্যবসা সম্প্রসারণের জন্য দেওয়া অর্থ রাজ ও শিল্পা ব্যক্তিগত স্বার্থে খরচ করেছেন ও তা সঠিক সময়ে ফেরত দেননি।

Please Share This Post in Your Social Media

শিল্পাকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ পুলিশের

বিনোদন ডেস্ক
Update Time : ০৯:১৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় থাকেন একসময়ের বলিউডের জনপ্রিয় তারকা শিল্পা শেঠি। ‘ধারকান’খ্যাত অভিনেত্রীকে ৬০ কোটি রুপির জালিয়াতির অভিযোগে প্রায় চার ঘণ্টার জিজ্ঞাসাবাদ চালিয়েছে মুম্বাই পুলিশ। মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে এ জিজ্ঞাসাবাদের বিষয়টি জানান এক কর্মকর্তা।

শিল্পার বাড়িতে গিয়ে পুলিশের পক্ষ থেকে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের সব ধরনের নথিও সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে এ মামলায় সেপ্টেম্বর মাসে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ করেছিল মুম্বাই পুলিশ। আগামী সপ্তাহে তাকে ফের তলব করা হবে জানানো হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে।

গত আগস্ট মাসেই শিল্পা ও তার স্বামী রাজের বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মুম্বাইয়ের এক ব্যবসায়ী। তার দাবি, একসময়ে শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে’ ৬০ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন তিনি। যে টাকা আত্মসাৎ করার অভিযোগ এই দম্পতির বিরুদ্ধে। সংশ্লিষ্ট ইস্যুতেই রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে মুম্বাই পুলিশ। দীপক কোঠারি নামে ওই ব্যবসায়ীর অভিযোগ ছিল, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্যবসা সম্প্রসারণের জন্য দেওয়া অর্থ রাজ ও শিল্পা ব্যক্তিগত স্বার্থে খরচ করেছেন ও তা সঠিক সময়ে ফেরত দেননি।