ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র শেষ হয়নি: মিয়া গোলাম পরওয়ার জাতীয় ঐকমত্য ছাড়া কোনো সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না: মান্না অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ: তারেক রহমান যত তাড়াতাড়ি নির্বাচন ততই কল্যাণ: মির্জা ফখরুল বিপ্লবে জীবন দেয় বাচ্চারা, পদ ভাগাভাগি করেন মুরব্বিরা: হাসনাত আব্দুল্লাহ ভবিষ্যতে কেউ টাকা পাচার করলেই ধরা পড়বে: অর্থ উপদেষ্টা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও পোপ ফ্রান্সিসের নামে ‘থ্রি জিরো ক্লাব’ চালু ভ্যাটিকানে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিবে বিসিবি: ক্রীড়া উপদেষ্টা

শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস তৈরির নতুন অঙ্গীকার ইবি ছাত্রদলের

মোঃ হাছান, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) প্রতিনিধি
  • Update Time : ০৯:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / ৫ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতাকর্মীরা ১৯ দফা দাবি উপস্থাপন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ-এর কাছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্য বরাবর এই দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, রোকন উদ্দীন, সদস্য রাফিজ আহম্মেদ, নূর উদ্দীন প্রমুখ।

জাতীয়তাবাদী ছাত্রদলের ইবি শাখার নেতাকর্মীদের উত্থাপিত দাবিগুলোর মূল উদ্দেশ্য ছিল ক্যাম্পাসে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ প্রশাসন গঠন করা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে ক্যাম্পাসে একটি নিরাপদ, অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলা।

উল্লেখিত দাবিসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা ; হলের ডাইনিংয়ে খাবারের মানোন্নয়নে ভর্তুকি বৃদ্ধি ; অতিরিক্ত ফি বাতিল ও শিক্ষার্থীবান্ধব ফি কাঠামো প্রবর্তন ; র‍্যাগিং মুক্ত ও মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ ; সেশনজট নিরসন ও পরীক্ষায় জবাবদিহিতা ; আধুনিক চিকিৎসা সুবিধা ও দ্রুতগতির ইন্টারনেট ব্যবস্থা ; ক্যাম্পাস পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা ; শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসে তাঁর নাম অন্তর্ভুক্ত।

জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের উত্থাপিত দাবি সমূহের মাঝে শিক্ষার্থীরা দেখছেন আলোর সঞ্চার। তারা মনে করছেন, ইবি ছাত্রদলের নেতাকর্মীদের দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে ক্যাম্পাসে নতুন আশার আলো দেখাবে এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি হবে।

এ বিষয়ে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, “আমাদের দাবিগুলো মূলত সাধারণ শিক্ষার্থীদের কল্যাণের উদ্দেশ্যে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, তারা যেন এসব দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন করে। আমাদের প্রত্যাশা, প্রশাসন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ দাবিগুলো গ্রহণ করে বলেন, “ছাত্রদলের উপস্থাপিত দাবিগুলো হাতে পেয়েছি। শিক্ষার্থীদের জন্য একটি উন্নত, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে।”

Please Share This Post in Your Social Media

শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস তৈরির নতুন অঙ্গীকার ইবি ছাত্রদলের

মোঃ হাছান, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) প্রতিনিধি
Update Time : ০৯:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতাকর্মীরা ১৯ দফা দাবি উপস্থাপন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ-এর কাছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্য বরাবর এই দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, রোকন উদ্দীন, সদস্য রাফিজ আহম্মেদ, নূর উদ্দীন প্রমুখ।

জাতীয়তাবাদী ছাত্রদলের ইবি শাখার নেতাকর্মীদের উত্থাপিত দাবিগুলোর মূল উদ্দেশ্য ছিল ক্যাম্পাসে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ প্রশাসন গঠন করা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে ক্যাম্পাসে একটি নিরাপদ, অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলা।

উল্লেখিত দাবিসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা ; হলের ডাইনিংয়ে খাবারের মানোন্নয়নে ভর্তুকি বৃদ্ধি ; অতিরিক্ত ফি বাতিল ও শিক্ষার্থীবান্ধব ফি কাঠামো প্রবর্তন ; র‍্যাগিং মুক্ত ও মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ ; সেশনজট নিরসন ও পরীক্ষায় জবাবদিহিতা ; আধুনিক চিকিৎসা সুবিধা ও দ্রুতগতির ইন্টারনেট ব্যবস্থা ; ক্যাম্পাস পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা ; শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসে তাঁর নাম অন্তর্ভুক্ত।

জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের উত্থাপিত দাবি সমূহের মাঝে শিক্ষার্থীরা দেখছেন আলোর সঞ্চার। তারা মনে করছেন, ইবি ছাত্রদলের নেতাকর্মীদের দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে ক্যাম্পাসে নতুন আশার আলো দেখাবে এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি হবে।

এ বিষয়ে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, “আমাদের দাবিগুলো মূলত সাধারণ শিক্ষার্থীদের কল্যাণের উদ্দেশ্যে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, তারা যেন এসব দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন করে। আমাদের প্রত্যাশা, প্রশাসন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ দাবিগুলো গ্রহণ করে বলেন, “ছাত্রদলের উপস্থাপিত দাবিগুলো হাতে পেয়েছি। শিক্ষার্থীদের জন্য একটি উন্নত, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে।”