শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না: নাসির উদ্দিন পাটোয়ারী

- Update Time : ১১:২৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ২৯ Time View
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, শিক্ষার্থীরা যেদিকে যায় আমাদের সেদিকে যেতে হবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। তাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে।
মঙ্গলবার বিকালে নোয়াখালীর জেলা মডেল মসজিদে মাইলস্টোন কলেজের নিহত ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজাত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
নাসির উদ্দিন বলেন, শিক্ষার্থীরা দাবি তুলেছে, আমরা তাদের সাথে সহমর্মিতা পোষণ করছি। তারা পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছে আমরা তাদের সঙ্গে সংহতি জানিয়েছি। সরকার এবং দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আমাদের শিক্ষার্থীরা যে দিকে যায় আমাদের ওই দিকে যেতে হবে।
এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এনসিপি দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে নোয়াখালীতে মঙ্গলবার বেলা ১১টায় পদযাত্রা হওয়ার কথা ছিল; কিন্তু সোমবার রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করা হয়। পরিবর্তে জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় মডেল মসজিদে বাদআসর নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়