শিক্ষার্থীদের অধিকারের আদায়ে কুবিতে ‘প্রভাতী’র যাত্রা শুরু

- Update Time : ০৪:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ১২৩ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও কুমিল্লার শিক্ষার্থীদের মৌলিক অধিকার রক্ষা, সংরক্ষণ এবং বাস্তবায়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন ‘প্রভাতী’।
সোমবার (০৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন গনিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমাদ আবদুল্লাহ তারেক। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ফখর উদ্দিন রাজি, ইমন, ইন্দ্রজিত মণ্ডল, আফরিন আক্তার ও জিয়া ফাহিম। সদস্য হিসেবে গনিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সচিব মো. হাসিবুর রহমান নিলয়, যুগ্ম সদস্য সচিব রুহুল আমিন, ফাহমিদা আফরিন ও অনামিকা দাস।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন – সুমাইয়া আক্তার মিম, শাকিল আহমেদ, মাইনুল ইসলাম, মো. এম এইচ মিসকাত, মারুফুর রহমান, হামিম আহমেদ, মো. সাজল, আদনান হোসেন, ভাবনা ইসলাম, নাবিলা সুলতানা, সাকিব মিয়া, নাহিদ হাসান অনিক, মো. সিফাত উল্লাহ, রিফাত সরকার, আবু সাঈদ ফারহাবি, হাবিবুল্লাহ মিসবাহ, আবু হানিফ বিন মোমিন, আনামিকা দাস, মাহাবুব হাসান, সাবরিনা তাসনিম, বি. এম. ফয়সাল আয়ুব, বায়েজিদ আহমেদ, মারিয়া দেওয়ান, মো. ইসমাঈল হোসেন ভূঁইয়া মিতুল, মো. ইমতিয়াজ হাকিম, তাওহীদ আহমেদ, তামান্না খাঁনম, তামান্না ইসলাম, কে. এম. মুক্তাদির আল মুঈদ, সাব্বির আহমেদ, শাহরিয়ার নাজিম বাধন ও আসিফ রায়হান আবির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রভাতী’ বিশ্বাস করে যে প্রতিটি শিক্ষার্থী শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও নিরাপত্তাসহ সকল মৌলিক অধিকারের অধিকারী। যদি কোথাও শিক্ষার্থীরা এসব অধিকার থেকে বঞ্চিত হয়, তবে সেখানে অধিকার নিশ্চিত করতে “প্রভাতী” কার্যকর ভূমিকা রাখবে।
সংগঠনটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণ ও অধিকার সংরক্ষণে সার্বিক সহযোগিতা প্রদান করবে। এছাড়া যেকোনো দুর্যোগ, জরুরি অবস্থা বা সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রমেও প্রভাতী সক্রিয়ভাবে কাজ করবে, যাতে শিক্ষার্থীদের নিরাপত্তা, সচেতনতা ও কল্যাণ নিশ্চিত করা যায়। প্রভাতী ন্যায়, সমতা ও অধিকারের নিশ্চয়তায় সকলের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়