ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার যৌথবাহিনীর হাতে রসিক কাউন্সিলর গ্রেফতার লোহাগাড়া সড়ক দূর্ঘটনা ট্রাজেডি: মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ৩জন লোহাগাড়ায় থামছেইনা মহাসড়কের মৃত্যুর মিছিল, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত ৯ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ১২০ পরিবারে ঈদ পালন লঞ্চ থেকে আবর্জনা নদীতে ফেললে নেয়া হবে ব্যবস্থা রংপুরে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায় বরগুনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত

শিক্ষার্থী-শ্রমিক দ্বন্দ্বে বরিশালে বাস চলাচল বন্ধ

বরিশাল প্রতিনিধি
  • Update Time : ০১:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / ৩৮ Time View

ভাড়া নিয়ে ব্রজমোহন কলেজ (বিএম) শিক্ষার্থীদের সঙ্গে বিরোধের পর নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন বরিশালের রূপাতলী বাস টার্মিনালের শ্রমিকরা। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু হয়। এতে বন্ধ হয়ে গেছে বরিশাল বিভাগের সকল রুটের বাস চলাচল। ফলে সকাল থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

জানা যায়, সকাল থেকে অনেক যাত্রী টার্মিনালে এসে বাস না পেয়ে ফিরে গেছেন। বরিশাল থেকে মঠবাড়িয়া, বরগুনা, কুয়াকাটা রুটের একাধিক যাত্রী বলেন, ‘পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রূপাতলী বাস টার্মিনালে এসেছিলাম। এসে শুনলাম শিক্ষার্থী ও শ্রমিকদের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ রয়েছে। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে মাহিন্দ্রা বা সিএনজি রিজার্ভ করে গন্তব্যে যেতে হবে।’

এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি থেকে আসা বিএম কলেজের এক ছাত্রীর সঙ্গে হাফ ভাড়া নিয়ে বাসের স্টাফের কথা কাটাকাটি হয়। এ খবর জানতে পেরে সন্ধ্যার পর ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা রূপাতলী বাস স্ট্যান্ডে গিয়ে দুটি বাস ভাঙচুর করে। এসময় বাস শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এসময় তারা বাসের স্টাফের বিচারসহ আট দফা দাবি জানান।

এদিকে শ্রমিকরা জানান, হাফ ভাড়া নিয়ে ছাত্ররা বিরোধ বাধিয়ে রূপাতলী শ্রমিক ইউনিয়নের অফিস কার্যালয় ও কয়েকটি বাস ভাঙচুর করেছে। শ্রমিকদের বিভিন্ন সময়ে লাঞ্ছিতের অভিযোগ তুলে যানমালের নিরাপত্তা চেয়ে তারা আন্দোলনে নেমেছেন। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে দক্ষিণের বিভিন্ন রুটের ৮টি মালিক সমিতি শ্রমিকদের কর্মবিরতির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বলে জানিয়েছে বরিশালের শ্রমিক নেতারা।

কর্মবিরতি শুরু হওয়া রুটগুলো হলো, বরিশাল-খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালি, বাউফল, দশমিনা, পটুয়াখালি, আমতলী ও কুয়াকাটা।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শিক্ষার্থী ও শ্রমিকদের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ রয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

শিক্ষার্থী-শ্রমিক দ্বন্দ্বে বরিশালে বাস চলাচল বন্ধ

বরিশাল প্রতিনিধি
Update Time : ০১:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

ভাড়া নিয়ে ব্রজমোহন কলেজ (বিএম) শিক্ষার্থীদের সঙ্গে বিরোধের পর নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন বরিশালের রূপাতলী বাস টার্মিনালের শ্রমিকরা। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু হয়। এতে বন্ধ হয়ে গেছে বরিশাল বিভাগের সকল রুটের বাস চলাচল। ফলে সকাল থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

জানা যায়, সকাল থেকে অনেক যাত্রী টার্মিনালে এসে বাস না পেয়ে ফিরে গেছেন। বরিশাল থেকে মঠবাড়িয়া, বরগুনা, কুয়াকাটা রুটের একাধিক যাত্রী বলেন, ‘পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রূপাতলী বাস টার্মিনালে এসেছিলাম। এসে শুনলাম শিক্ষার্থী ও শ্রমিকদের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ রয়েছে। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে মাহিন্দ্রা বা সিএনজি রিজার্ভ করে গন্তব্যে যেতে হবে।’

এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি থেকে আসা বিএম কলেজের এক ছাত্রীর সঙ্গে হাফ ভাড়া নিয়ে বাসের স্টাফের কথা কাটাকাটি হয়। এ খবর জানতে পেরে সন্ধ্যার পর ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা রূপাতলী বাস স্ট্যান্ডে গিয়ে দুটি বাস ভাঙচুর করে। এসময় বাস শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এসময় তারা বাসের স্টাফের বিচারসহ আট দফা দাবি জানান।

এদিকে শ্রমিকরা জানান, হাফ ভাড়া নিয়ে ছাত্ররা বিরোধ বাধিয়ে রূপাতলী শ্রমিক ইউনিয়নের অফিস কার্যালয় ও কয়েকটি বাস ভাঙচুর করেছে। শ্রমিকদের বিভিন্ন সময়ে লাঞ্ছিতের অভিযোগ তুলে যানমালের নিরাপত্তা চেয়ে তারা আন্দোলনে নেমেছেন। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে দক্ষিণের বিভিন্ন রুটের ৮টি মালিক সমিতি শ্রমিকদের কর্মবিরতির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বলে জানিয়েছে বরিশালের শ্রমিক নেতারা।

কর্মবিরতি শুরু হওয়া রুটগুলো হলো, বরিশাল-খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালি, বাউফল, দশমিনা, পটুয়াখালি, আমতলী ও কুয়াকাটা।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শিক্ষার্থী ও শ্রমিকদের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ রয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।