ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

শার্লক হোমসের স্রষ্টাকে নিয়ে ইংরেজি ছবি নির্মাণ করতে যাচ্ছেন সৃজিত

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ১২৭ Time View

চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

বাংলা ও বলিউড জগতে সফলভাবে কাজ করার পর নতুন ধারার সিনেমার পথিকৃৎ সৃজিত মুখোপাধ্যায় এবার আন্তর্জাতিক আঙিনায় পা রাখছেন। তিনি খ্যাতনামা গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েলের জীবনকে ভিত্তি করে একটি ইংরেজি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করতে চলেছেন। ছবির নাম রাখা হয়েছে ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’।

সৃজিত মুখোপাধ্যায় বরাবরই তার নিরীক্ষামূলক কাজের জন্য পরিচিত। তার ছবিতে চিত্রনাট্যের বিশেষ মোড় এবং রহস্যের ছোঁয়া দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। ফেলুদাকে বাংলা সিরিজ জগতে নতুন করে তুলে ধরার পর, এবার তিনি মনোনিবেশ করছেন শার্লক হোমসকে নিয়ে। তবে এইবার শার্লকের কোনো নতুন রহস্য নয়, বরং শার্লকের স্রষ্টা আর্থার কোনান ডয়েলের জীবনের রহস্যময় দিকগুলিই তার ছবির উপজীব্য। লেখক, চিকিৎসক ও মানবতাবাদী কোনান ডয়েলের ব্যক্তিগত জীবন কীভাবে তার রচনার সঙ্গে মিলেমিশে একাকার হয়েছিল, সেটাই এই ছবিতে তুলে ধরা হবে।

সোমবার লন্ডনের ঐতিহাসিক দ্য গিল্ডহলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ব্রিটিশ-ভারতীয় যৌথ প্রযোজনার ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এই বিশেষ মুহূর্তে চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিএফআই বোর্ড অব গভর্নর্স-এর সদস্য মণিকা চাড্ডা, বিএফআই-এর আন্তর্জাতিক প্রধান অ্যাগনিয়েস্কা মুডি, বিএফআই আর্কাইভ প্রধান আরিকে ওকে, ব্রিটিশ কাউন্সিলের চলচ্চিত্র বিভাগের প্রধান ব্রিওনি হ্যানসেন, এবং বিএফআই কালচারাল রিলেশনস বিভাগের মিরান্ডা গাওয়ার-কিয়ান।

এছাড়াও, কোনান ডয়েল এস্টেটের প্রতিনিধি এবং ডয়েল পরিবারের সদস্য রিচার্ড পুলি ও রিচার্ড ডয়েল এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৃজিতের নতুন উদ্যোগকে স্বাগত জানান।

সৃজিতের এই আন্তর্জাতিক পদক্ষেপ নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্র এবং তার ব্যক্তিগত কর্মজীবনের জন্য এক বিশাল মাইলফলক। বলিউডে নিজের জায়গা করে নেওয়ার পর এবার ইংরেজি চলচ্চিত্র পরিচালনায় তার অভিষেক বাঙালি চলচ্চিত্রপ্রেমীদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

Please Share This Post in Your Social Media

শার্লক হোমসের স্রষ্টাকে নিয়ে ইংরেজি ছবি নির্মাণ করতে যাচ্ছেন সৃজিত

বিনোদন ডেস্ক
Update Time : ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

বাংলা ও বলিউড জগতে সফলভাবে কাজ করার পর নতুন ধারার সিনেমার পথিকৃৎ সৃজিত মুখোপাধ্যায় এবার আন্তর্জাতিক আঙিনায় পা রাখছেন। তিনি খ্যাতনামা গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েলের জীবনকে ভিত্তি করে একটি ইংরেজি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করতে চলেছেন। ছবির নাম রাখা হয়েছে ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’।

সৃজিত মুখোপাধ্যায় বরাবরই তার নিরীক্ষামূলক কাজের জন্য পরিচিত। তার ছবিতে চিত্রনাট্যের বিশেষ মোড় এবং রহস্যের ছোঁয়া দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। ফেলুদাকে বাংলা সিরিজ জগতে নতুন করে তুলে ধরার পর, এবার তিনি মনোনিবেশ করছেন শার্লক হোমসকে নিয়ে। তবে এইবার শার্লকের কোনো নতুন রহস্য নয়, বরং শার্লকের স্রষ্টা আর্থার কোনান ডয়েলের জীবনের রহস্যময় দিকগুলিই তার ছবির উপজীব্য। লেখক, চিকিৎসক ও মানবতাবাদী কোনান ডয়েলের ব্যক্তিগত জীবন কীভাবে তার রচনার সঙ্গে মিলেমিশে একাকার হয়েছিল, সেটাই এই ছবিতে তুলে ধরা হবে।

সোমবার লন্ডনের ঐতিহাসিক দ্য গিল্ডহলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ব্রিটিশ-ভারতীয় যৌথ প্রযোজনার ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এই বিশেষ মুহূর্তে চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিএফআই বোর্ড অব গভর্নর্স-এর সদস্য মণিকা চাড্ডা, বিএফআই-এর আন্তর্জাতিক প্রধান অ্যাগনিয়েস্কা মুডি, বিএফআই আর্কাইভ প্রধান আরিকে ওকে, ব্রিটিশ কাউন্সিলের চলচ্চিত্র বিভাগের প্রধান ব্রিওনি হ্যানসেন, এবং বিএফআই কালচারাল রিলেশনস বিভাগের মিরান্ডা গাওয়ার-কিয়ান।

এছাড়াও, কোনান ডয়েল এস্টেটের প্রতিনিধি এবং ডয়েল পরিবারের সদস্য রিচার্ড পুলি ও রিচার্ড ডয়েল এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৃজিতের নতুন উদ্যোগকে স্বাগত জানান।

সৃজিতের এই আন্তর্জাতিক পদক্ষেপ নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্র এবং তার ব্যক্তিগত কর্মজীবনের জন্য এক বিশাল মাইলফলক। বলিউডে নিজের জায়গা করে নেওয়ার পর এবার ইংরেজি চলচ্চিত্র পরিচালনায় তার অভিষেক বাঙালি চলচ্চিত্রপ্রেমীদের মনে নতুন আশার সঞ্চার করেছে।