শহীদ আহসান হাবিবের পরিবারে ৫০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক

- Update Time : ০৮:০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ১৫৮ Time View
জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজারে নিহত চকরিয়ার ফাঁসিয়াখালীস্থ শহীদ আহসান হাবিবের পরিবারে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
বুধবার (২৩ জুলাই) দুপুরে তিনি শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে এ আর্থিক সহায়তা তুলে দেন।
তিনি বলেন, “শহীদদের ত্যাগ জাতির জন্য অনন্ত অনুপ্রেরণার উৎস। তাঁদের পরিবারের খোঁজ খবর নেয়া আমাদের দায়িত্ব। এই ক্ষুদ্র সহায়তা তাঁদের পাশে দাঁড়ানো একটি প্রয়াস মাত্র।
এসময় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল ইসলাম, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইয়াছিন মিয়াসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে শহীদের রুহের মাহফিরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাতে অংশ নেন জেলা প্রশাসক, ইউএনওসহ অন্যান্যরা।
এদিকে বিষয়টি নিশ্চিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া প্রতিনিধি শামসুল আলম সাঈদী জানান, আজ দুপুরে একটি এনজিও সংস্থা শহীদ আহসান হাবিবের পরিবারে ৫০ হাজার টাকার এ চেকটি প্রদানের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান চেকটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়