শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কুবি সায়েন্স ক্লাবের ‘বিজ্ঞান জনপ্রিয়করণ’ কর্মসূচি

- Update Time : ০৫:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ২৬২ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সায়েন্স ক্লাবের ‘বিজ্ঞান জনপ্রিয়করণ’ কর্মসূচি অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে এই কর্মসূচি পালিত হয়।
এই কর্মসূচির প্রতিপাদ্য “বিজ্ঞান শেখা সহজ ও মজার”। এই কার্যক্রমে অংশ নেয় স্কুলের শতাধিক শিক্ষার্থী।
আয়োজনের শুরুতে শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞানের বিভিন্ন বিষয় শেখানো হয়। কর্মসূচির শেষ পর্যায়ে উপস্থিত শতাধিক শিক্ষার্থীদের মধ্যে তাৎক্ষণিক কুইজ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি জনি সরকার বলেন, ‘ছোটবেলা থেকে বিজ্ঞান একটা কঠিন বিষয় হিসেবে আমাদের ভাবানো হয়। ফলে অনেক শিক্ষার্থী সারাজীবন বিজ্ঞানভীতি নিয়ে বেড়ে ওঠে। আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্য থেকে বিজ্ঞানভীতি দূর করা এবং বিজ্ঞানকে সহজ করা। যাতে করে আগামীর বাংলাদেশ একটি বিজ্ঞান নির্ভর আধুনিক বাংলাদেশ হয়ে উঠে।