শতাধিক শিক্ষার্থী নিয়ে বাকৃবিতে ছাত্রদলের ইফতার

- Update Time : ০৫:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ২২ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দলীয় নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাকৃবি শাখা।
শনিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার শেষে খোলা মাঠে মাগরিবের নামাজও আদায় করেন তারা।
ইফতারে উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম। এছাড়াও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ এম শোয়াইব, আহ্বায়ক সদস্য মিজানুর রহমান স্বপ্নিল ও ইসমাইল হোসেন হৃদয়সহ বিভিন্ন হলের কর্মী ও শতাধিক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।
ইফতার শেষে শফিকুল ইসলামের ইমামতিতে শিক্ষার্থীদের সাথে সমাবর্তন চত্বরে মাগরিবের নামাজ আদায় করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এ এম শোয়াইব বলেন, প্রতিদিনই ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ইফতার করা হয়। আজ সেটি সমাবর্তন চত্বরে করা হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে বাকৃবি শিক্ষার্থীদের নিয়ে বড় পরিসরে গণইফতার কর্মসূচিও পালন করা হবে বলে জানান তিনি।
শাখা ছাত্রদলের সদস্য সচিব মো শফিকুল ইসলাম শফিক বলেন, রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি ঐক্য ও সংহতির শিক্ষা দেয়। আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং থাকবো। এই ইফতার আয়োজন আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করবে এবং পারস্পরিক সহনশীলতাপূর্ণ গনতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে ভূমিকা রাখবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হবে সুষ্ঠু ধারার রাজনীতির রোল মডেল, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ অক্ষুণ্ণ থাকবে।