লালমনিরহাটে পানিতে ডুবে তিন ও সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

- Update Time : ০৭:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ৩২৬ Time View
লালমনিরহাটের ৩ টি উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন ও সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে তিন বন্ধু মিলে পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে গোসল করতে যায়। তাদের মধ্যে ৭ম শ্রেণির শিক্ষার্থী রাফসান (১৩) ও ৫ম শ্রেণির শিক্ষার্থী মেশকাত (১২) মধ্য নদীতে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত্যু বলে ঘোষণা করেন।
মৃত দুই শিক্ষার্থী ওই উপজেলার বসুলগঞ্জ এলাকার রাসেল মিয়ার ছেলে রাফসান ও একই এলাকার নুরুল আমিনের ছেলে মেশকাত বলে জানা গেছে। একই দিনে বেলা ১১টার দিকে জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা বাজার এলাকার সুশীল চন্দ্র রায়ের মেয়ে ঝুমকী রানী (০২) বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়।
অপরদিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় সড়ক দুর্ঘটনায় আকাশ নামে ১২ বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে সাবেক চেয়ারম্যান আমুর নাতী।
বিষয় গুলো নিশ্চিত করেছেন, পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এবং আদিতমারী থানার ওসি মোজাম্মেল হোসেন।