ব্রেকিং নিউজঃ
লালবাগে ভবনের আগুন নিয়ন্ত্রণে

সোলায়মান হোসেন
- Update Time : ০৪:২৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৭২ Time View
রাজধানীর লালবাগে ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি মেটালাইজিং নামক একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভবন থেকে ধোঁয়া বের হওয়ায় এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর (অপারেশন) কামাল উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ তবে ভবন থেকে ধোঁয়া বের হওয়ায় এখনো ফায়ার সার্ভিস কাজ করছে।
এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ফায়ার সার্ভিসে দুটি ইউনিট বেলা পৌনে ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট যোগ হয়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।