লালপুরে বিএনপি নেতা টিপুর গণসংযোগে মানুষের ঢল
- Update Time : ১০:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / ২২৬১ Time View
নাটোর-১, ( লালপুর – বাগাতিপাড়া ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ- সভাপতি, বিএনপির কার্য নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক এ্যাডঃ মোঃ তাইফুল ইসলাম টিপুর গণসংযোগে মানুষের ঢল নেমেছে।
শনিবার ( ২৭ সেপ্টেম্বর) লালপুর সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠ ,বালিতিতা ফাজিল মাদ্রাসা মাঠ , লালপুর কলোনি, লালপুর ডিগ্রি কলেজ মোড়েসহ বিকেল থেকে রাতেও বিভিন্ন স্থানে পথ সভায় বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোঃ তাইফুল ইসলাম টিপু।পথ সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নেতাদের দাবি এযেন মানুষের ঢল নেমেছে। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার , গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ,লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান,নাটোর জেলা ছাত্রদলের সহসভাপতি এনামুল হক বিদ্যুৎ, লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়












































































































































































































