লালপুরে পরিবহন ট্রাক,অটোরিক্সার চাঁদাবাজ চক্রের মূলহোতা সহ গ্রেফতার ৮

- Update Time : ০২:২৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬১ Time View
নাটোরের লালপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালপুর থানা এলাকায় তিনটি পৃথক অভিযান পরিচালনা করে কাঁচা সবজিও পণ্যপরিবহনের ট্রাক,অটোরিক্সা এবং বাস হতে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও রশিদ বই সহ চাঁদাবাজ চক্রের মূলহোতা সহ আসামী গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার সরকার। এর আগে সোমবার সকাল থেকে আজ দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
লালপুর উপজেলার আসামিরা হলেন। ১ মোঃ রানা (২৮), পিতা—মৃত মিন্না আলী, সাং—রামকৃষ্ণপুর, ২। মোঃ শাহাজাহান আলী (৬২), পিতা মৃত শাহাদৎ হোসেন, সাং,বালিতিতা ইসলামপুর, ৩। মোঃ আব্দুল খালেক (৬৫), পিতা—মৃত মোজাহার মন্ডল সাং রামকৃষ্ণপুর, ৪।মোঃ আজাহার শেখ (৫২), পিতামৃত ছমের শেখ, ৫। মোঃ আফজাল হোসেন (৬০), পিতা—মৃত ইমান আলী, উভয় সাং—জদ্দইবগি, ৬। মোঃ রাইজুল ইসলাম (৩৫), পিতা—মোঃ রফিজ উদ্দিন, সাং—মহেশপুর,৭।মোঃ রেজাউল করিম (৬২), পিতা—মৃত আঃ রাজ্জাক, সাং—গোপালপুর মধুবাড়ী,৮। মোঃ উজ্জল হোসেন (২৮)পিতা জান বক্স মন্ডল, সাং বৈদ্যনাথপুর, সর্ব থানা ,লালপুর, জেলা নাটোর দের গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় মামালা রুজু করা হয়েছে বলে বিষয় টি লালপুর থানার ওসি নাসিম আহমেদ সত্যতা নিশ্চিত করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়