লন্ডনে সপ্তাহে পাঁচ দিন রেডিওথেরাপি নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন
- Update Time : ১০:৩৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ১৩৯৫ Time View
বরেণ্য চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। গত ছয় মাস ধরে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং বর্তমানে সপ্তাহে পাঁচ দিন টার্গেট রেডিওথেরাপি গ্রহণ করছেন। তাঁর জামাতা আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ইলিয়াস কাঞ্চন বর্তমানে তাঁর একমাত্র মেয়ে ইসরাত জাহানের লন্ডনের বাসায় অবস্থান করছেন। শনি ও রোববার ছাড়া সপ্তাহের বাকি পাঁচ দিন তাঁকে হাসপাতালে রেডিওথেরাপি সেশনে অংশ নিতে হয়।
আরিফুল ইসলাম জানান, “আব্বুর শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল। ছয় সপ্তাহের রেডিওথেরাপি শেষ হলে চার সপ্তাহ তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। ডিসেম্বরের শেষ দিকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে আশা করছি।”
তিনি আরও জানান, ইলিয়াস কাঞ্চন এখন পুরোপুরি কথা বলতে পারছেন না, তবে প্রয়োজনে ছোট ছোট শব্দে সাড়া দেন। ব্রেন সার্জারির পর থেকে তাঁর কথা বলতে কষ্ট হয়।
গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারি চিকিৎসকের অধীনে নেওয়া হয়। দীর্ঘ তিন মাস পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তাঁর ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, পুরো টিউমার অপসারণ সম্ভব নয় এবং অপারেশনের জটিলতায় তিনি প্যারালাইজড হয়ে যেতে পারেন বা কথা বলার ক্ষমতা হারাতে পারেন।
চিকিৎসকের পরিকল্পনা অনুযায়ী, টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে এবং বাকি অংশ রেডিওথেরাপি ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। মোট ৩০ দিনের রেডিয়েশন ও কেমোথেরাপি দেওয়ার পর আরও চার সপ্তাহ তাঁকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হবে।






























































































































































































