লক্ষ্মীপুরে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সেমিনার অনুষ্ঠিত

- Update Time : ০৩:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ১৪৮ Time View
সোমবার (২৮-০৮-২৩) তারিখ লক্ষ্মীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসে আয়োজনে মানসম্মত প্রথমিক শিক্ষা নিশ্চিতে লক্ষ্মীপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের করণীয় শীর্ষক সমন্বয় সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট সুরাইয়া জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মেহের নিহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, উইআরসির কর্মকর্তা মজিবুর রহমান, ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন মজুমদার, সহকারী শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, ফরিদ আহম্মদ, শহিদুল ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নজরুল ইসলাম, কাজী মোস্তফা, ইসমত আরা সাথী।অনুষ্ঠানে সদ্য পদোন্নতি পাওয়া ৭৫ জন প্রধান শিক্ষকদের ফুল দিয়ে বরণ করেন।