র্যাগিং, বুলিং ও ইভটিজিং নিয়ে কুবি প্রক্টরিয়াল বডির নির্দেশনা জারি

- Update Time : ০৩:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ১৯৪ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কোনো শিক্ষার্থীর প্রতি শারীরিক, মানসিক, মৌখিক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সকল প্রকার র্যাগিং, বুলিং, বডিশেমিং, ইভটিজিং থেকে বিরত থাকার জরুরি নির্দেশনা দিয়েছে প্রক্টরিয়াল বডি।
সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে শিক্ষার্থীদেরকে শারীরিক, মানসিক, মৌখিক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সকল প্রকার র্যাগিং, বুলিং, বডিশেমিং, ইভটিজিং থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হলো। যদি কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিং, বুলিং, বডিশেমিং, ইভটিজিং এর অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক ও বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, ‘প্রথমে নবীনদের সুস্বাগত। আমরা এবার স্বতন্ত্রভাবে পরীক্ষা নিয়ে সুষ্ঠুভাবে ১ জুলাই থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রক্টরিয়াল বডি সিদ্ধান্ত নিয়েছে, যদি কেউ র্যাগিংয়ের সাথে যুক্ত থাকে তাহলে তাকে বহিষ্কার করা হবে। পাশাপাশি, নবীনদের যেকোনো সমস্যায় প্রক্টরিয়াল বডির সাথে যোগাযোগের আহবান করা হচ্ছে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়