ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রেকর্ড গড়ে গোল্ডেন বুট জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০২:৫৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ২৩২ Time View

মেজর লিগ সকারে (এমএলএস) গোলের পর গোল করে চলছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। ইন্টার মায়ামির জার্সিতে গত ম্যাচে জোড়া গোল করা মেসি ন্যাশভিলের বিপক্ষে করলেন এমএলএস ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক। এদিন ক্লাবটির বড় জয় এনে দেওয়ার পাশাপাশি মেসি নিশ্চিত করলেন গোল্ডেন বুট।

চলতি মৌসুমে মেজর লিগ সকারে ২৮ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকার হাতেই উঠছে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট। এই অর্জন নিশ্চিত করার পথে মেসি পেছনে ফেলেছেন এলেএফসি’র ডেনিস বৌয়াঙ্গা এবং ন্যাশভিলের স্যাম সুরিজকে। তারা দুজনই ২৪টি করে গোল করেছেন।

শেষ ম্যাচে মেসি গড়েছেন আরেকটি রেকর্ড। মেজর লিগ সকার ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। মাত্র ৫৩ ম্যাচে এই কীর্তি গড়েন মেসি, আগের রেকর্ড ছিল জ্লাতান ইব্রাহিমোভিচের। এই সুইডিশ তারকা ৫৪ ম্যাচে করেছিলেন ৫০ গোল।

ইস্টার্ন কনফারেন্সে ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে নিয়মিত মৌসুম শেষ করেছে ইন্টার মায়ামি। সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে সিনসিনাটি, আর ৬৬ পয়েন্টে শীর্ষে ফিলাডেলফিয়া। ফলে প্লে-অফের প্রথম রাউন্ডে আবারও ঘরের মাঠে ন্যাশভিল এসসির মুখোমুখি হবে মায়ামি।

Please Share This Post in Your Social Media

রেকর্ড গড়ে গোল্ডেন বুট জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক
Update Time : ০২:৫৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

মেজর লিগ সকারে (এমএলএস) গোলের পর গোল করে চলছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। ইন্টার মায়ামির জার্সিতে গত ম্যাচে জোড়া গোল করা মেসি ন্যাশভিলের বিপক্ষে করলেন এমএলএস ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক। এদিন ক্লাবটির বড় জয় এনে দেওয়ার পাশাপাশি মেসি নিশ্চিত করলেন গোল্ডেন বুট।

চলতি মৌসুমে মেজর লিগ সকারে ২৮ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকার হাতেই উঠছে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট। এই অর্জন নিশ্চিত করার পথে মেসি পেছনে ফেলেছেন এলেএফসি’র ডেনিস বৌয়াঙ্গা এবং ন্যাশভিলের স্যাম সুরিজকে। তারা দুজনই ২৪টি করে গোল করেছেন।

শেষ ম্যাচে মেসি গড়েছেন আরেকটি রেকর্ড। মেজর লিগ সকার ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। মাত্র ৫৩ ম্যাচে এই কীর্তি গড়েন মেসি, আগের রেকর্ড ছিল জ্লাতান ইব্রাহিমোভিচের। এই সুইডিশ তারকা ৫৪ ম্যাচে করেছিলেন ৫০ গোল।

ইস্টার্ন কনফারেন্সে ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে নিয়মিত মৌসুম শেষ করেছে ইন্টার মায়ামি। সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে সিনসিনাটি, আর ৬৬ পয়েন্টে শীর্ষে ফিলাডেলফিয়া। ফলে প্লে-অফের প্রথম রাউন্ডে আবারও ঘরের মাঠে ন্যাশভিল এসসির মুখোমুখি হবে মায়ামি।