রূপগঞ্জে সন্ত্রাসী হামলা চালিয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ

- Update Time : ০৪:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ১৩৬ Time View
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী হামলা চালিয়ে একটি প্রভাবশালী চক্রের জোরপূর্বক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, দখলকারীরা জমির ফলজ গাছ কেটে ফেলে এবং বসতঘর ভেঙে দিয়েছে, যা প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতির কারণ হয়েছে। এ ঘটনায় জমির মালিক পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
জমির মালিক সিঙ্গাপুর প্রবাসী জসিম মিয়া জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের মধুখালী এলাকার পিতলগঞ্জ মৌজায় তার পৈত্রিক ২৫.৩৮ শতাংশ জমি প্রায় ৫০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। তবে স্থানীয় রাকিবুল হাসান মিঠু ও তার সঙ্গীরা জমিটির ১৬ শতাংশ জোরপূর্বক দখল করে বাউন্ডারি নির্মাণ করে। এসময় তারা জমির বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে এবং বসতঘর ভেঙে দেয়। জসিম মিয়ার বড় ভাই মোশারফ হোসেন বলেন, সোমবার সকালে জমিতে গেলে মিঠুর লোকজন তাকে প্রাণনাশের হুমকি দেয়।
প্রবাসীর পিতা আব্দুস সামাদ হাজী ও মাতা মনোয়ারা বেগম অভিযোগ করেন, দখলকারীরা নিয়মিত গালাগাল ও হুমকি দিচ্ছে, যা তাদেরকে চরম আতঙ্কে রাখছে। ভাবী সিথি আক্তার আরও জানান, দখলকারীরা তাদের জিম্মি করে রেখেছিল, এমনকি শিশুদের নিয়ে বাইরে যেতেও বাধার সম্মুখীন হতে হতো।
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্মে জড়িত এবং ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তারা তাদের পৈত্রিক জমি ফিরে পেতে পারেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।