রূপগঞ্জে পেট্রল পাম্পে বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

- Update Time : ১০:২১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ১৫৯ Time View
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিরাব এলাকায় পেট্রল পাম্পে ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মানসুর (৩৫)। তিনি বিরাবের ২ নম্বর ওয়ার্ডের মুজাহার আলীর ছেলে। ৭ অক্টোবর ওই বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়ে সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার মঙ্গলবার রাতে তিনি মারা যান।
স্থানীয় অভিযোগ সূত্রে জানা গেছে, বিরাব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে পেট্রল পাম্পটি পরিচালনা করে আসছিলেন স্থানীয় বিএনপি নেতা গোলজার মোল্লা। গ্রামীণ পরিবেশের ভেতরে স্থাপিত এই পাম্পটির কোনো বৈধ কাগজপত্র নেই। অভিযোগ রয়েছে, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তিকে ম্যানেজ করে তিনি অবৈধভাবে পাম্পটি পরিচালনা করে আসছেন।
পাম্প মালিক গোলজার মোল্লা জানান, ৭ অক্টোবর ট্যাংক পরিষ্কার করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে মানসুর গুরুতরভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
স্থানীয়দের দাবি, অবৈধ পেট্রল পাম্পের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে যে কোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়