লা লিগা
রিয়ালের বড় জয়ে পেছাল বার্সেলোনা

- Update Time : ০৮:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১৩৭ Time View
পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার বড় চ্যালেঞ্জ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কারণ তাদের আগেই জয় পাওয়া বার্সেলোনা তাদের হটিয়ে টেবিলের ওপরে অবস্থান নেয়।
সার্জিও রামোসের আত্মঘাতি গোলে সেভিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পায় কাতালানরা। এরপর মাঠে নেমে বড় জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল। জিরোনাকে তারা ৩-০ ব্যবধানে হারিয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) জিরোনার মাঠ মন্তিলিভি স্টেডিয়ামে আতিথ্য নেয় রিয়াল। প্রথমার্ধে জোসেলু ও অঁরেলিয়ে চুয়ামিনির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে ব্যবধানটা বাড়িয়ে নেন প্রায় নিয়মিতই স্কোরশিটে নাম তোলা জুড বেলিংহ্যাম।
এদিন ম্যাচের ১৭ মিনিটেই বেলিংহামের ক্রসের পর দূরের পোস্টে শট নিয়ে বল জালে জড়ান জোসেলু। এরপর লস ব্লাঙ্কোসরা দ্বিগুণ লিড পেতে দেরি করেনি।
২১ মিনিটেই ব্যবধান বাড়ায় টনি ক্রুসের কর্নারে পাওয়া বল লাফিয়ে উঠে হেডে জাল খুঁজে নেন চুয়ামিনি। ২-০ লিড নিয়ে নিরাপদে বিরতিতে যায় বার্নাব্যু শিবির।
ম্যাচের বয়স যখন ৭০ মিনিট পেরিয়ে, তখন প্রথমে জোসেলুর দ্রুতগতির শট ফিরিয়ে দেন জিরোনা গোলরক্ষক। ফিরতি বল পেয়ে জোসেলু বাড়ান বেলিংহ্যামের পায়ে।
এই ইংলিশ মিডফিল্ডার ছয় গজ বক্সের ভেতর থেকে ভলিতে বল জালে পাঠান। এটি রিয়ালের হয়ে ৭ ম্যাচে অষ্টম গোল হয়ে গেল তার। শেষ দিকে এসে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল ডিফেন্ডার নাচো ফার্নান্দেস।
আট ম্যাচের সাতটিতে জিতে রিয়ালের পয়েন্ট এখন ২১। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে দুইয়ে। আর টানা ছয় জয়ের পর রিয়ালের কাছে হেরে যাওয়া জিরোনা ১৯ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়