ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে কুবির এক শিক্ষক ও এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, ভুয়া ‘মেজর’ আটক মগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৩:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / ১০৩ Time View

যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজ রেস্তোরাঁর সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৭ অক্টোবর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।

এর আগে সুমনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল হালিম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুরে যুবদল নেতা হৃদয় মিয়াকে গুলি করার মামলায় গ্রেপ্তারের পর সুমনকে গত ২২ অক্টোবর পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় সুমনসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম উল্লেখ করে হৃদয় নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তারের কিছুক্ষণ আগে সুমন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লেখেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। কোর্টে দেখা হবে। আমার জন্য দোয়া করবেন।

জানুয়ারির নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন সুমন। এ আসনে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।

সুপ্রিম কোর্টের আইনজীবী সুমনকে ২০২১ সালে যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদ থেকে বহিষ্কার করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে আর্থিক অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে কথা বলে জনপ্রিয় হয়ে ওঠেন সুমন।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন

নওরোজ ডেস্ক
Update Time : ০৩:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজ রেস্তোরাঁর সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৭ অক্টোবর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।

এর আগে সুমনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল হালিম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুরে যুবদল নেতা হৃদয় মিয়াকে গুলি করার মামলায় গ্রেপ্তারের পর সুমনকে গত ২২ অক্টোবর পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় সুমনসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম উল্লেখ করে হৃদয় নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তারের কিছুক্ষণ আগে সুমন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লেখেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। কোর্টে দেখা হবে। আমার জন্য দোয়া করবেন।

জানুয়ারির নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন সুমন। এ আসনে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।

সুপ্রিম কোর্টের আইনজীবী সুমনকে ২০২১ সালে যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদ থেকে বহিষ্কার করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে আর্থিক অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে কথা বলে জনপ্রিয় হয়ে ওঠেন সুমন।

নওরোজ/এসএইচ