ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়া থেকে ট্রেন গেল ইরানে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৩:০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ৭২ Time View

রাশিয়া থেকে ইরানে আসা পণ্যবাহী ট্রেনটির এই ছবি প্রকাশ করেছে ইরানি সংবাদ সংস্থা ইরনা

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী রাশিয়া থেকে রওনা দেওয়া প্রথম মালবাহী ট্রেন গতকাল শনিবার ইরানের আপরিন রেলবন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যমগুলো।একে তেহরান-মস্কো বাণিজ্য সম্পর্ক বিস্তারে গুরুত্বপূর্ণ মাইলফলক বিবেচনা করা হচ্ছে। এটি একই সঙ্গে ইরান, রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে নিয়মিত রেল যোগাযোগের পথও খুলে দিতে যাচ্ছে, বলেছে তেহরান টাইমস।

৬২টি কনটেইনারে ইরান ও ইরাকের জন্য কাগজজাত পণ্য, মণ্ড ও সংশ্লিষ্ট সামগ্রী নিয়ে যাওয়া ট্রেনটি মস্কোর প্রায় ৯০০ কিলোমিটার উত্তর থেকে যাত্রা শুরু করেছিল। কাজাখস্তান, তুর্কমেনিস্তান পার হয়ে ইনচে বরুন সীমান্ত দিয়ে ইরানে ঢুকে আপরিনে পৌঁছাতে এর ১২ দিন লেগেছে।

ইরান রেলওয়ের বাণিজ্য ও অপারেশনসের উপপ্রধান মোরতেজা জাফারি বলেছেন, জুনের দিকে আপরিন বন্দরে চীন থেকে প্রথম মালবাহী ট্রেন যাওয়ার পর এ পর্যন্ত পণ্যবাহী ৩০টি ট্রেন বন্দরটিতে পৌঁছেছে।

আগে মস্কো থেকে বন্দর আব্বাসে পণ্য পৌঁছাতে অনেক বেশি সময় লাগতো এবং তাতে খরচও বেশি পড়ত; ইরান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের সহযোগিতা এখন ওই সময় কমে ১৫ দিনে নেমে আসবে, বলেছেন রাশিয়ান রেলওয়েজ লজিস্টিকসের প্রধান নির্বাহী ওলেগ পলিভ।

Please Share This Post in Your Social Media

রাশিয়া থেকে ট্রেন গেল ইরানে

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৩:০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী রাশিয়া থেকে রওনা দেওয়া প্রথম মালবাহী ট্রেন গতকাল শনিবার ইরানের আপরিন রেলবন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যমগুলো।একে তেহরান-মস্কো বাণিজ্য সম্পর্ক বিস্তারে গুরুত্বপূর্ণ মাইলফলক বিবেচনা করা হচ্ছে। এটি একই সঙ্গে ইরান, রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে নিয়মিত রেল যোগাযোগের পথও খুলে দিতে যাচ্ছে, বলেছে তেহরান টাইমস।

৬২টি কনটেইনারে ইরান ও ইরাকের জন্য কাগজজাত পণ্য, মণ্ড ও সংশ্লিষ্ট সামগ্রী নিয়ে যাওয়া ট্রেনটি মস্কোর প্রায় ৯০০ কিলোমিটার উত্তর থেকে যাত্রা শুরু করেছিল। কাজাখস্তান, তুর্কমেনিস্তান পার হয়ে ইনচে বরুন সীমান্ত দিয়ে ইরানে ঢুকে আপরিনে পৌঁছাতে এর ১২ দিন লেগেছে।

ইরান রেলওয়ের বাণিজ্য ও অপারেশনসের উপপ্রধান মোরতেজা জাফারি বলেছেন, জুনের দিকে আপরিন বন্দরে চীন থেকে প্রথম মালবাহী ট্রেন যাওয়ার পর এ পর্যন্ত পণ্যবাহী ৩০টি ট্রেন বন্দরটিতে পৌঁছেছে।

আগে মস্কো থেকে বন্দর আব্বাসে পণ্য পৌঁছাতে অনেক বেশি সময় লাগতো এবং তাতে খরচও বেশি পড়ত; ইরান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের সহযোগিতা এখন ওই সময় কমে ১৫ দিনে নেমে আসবে, বলেছেন রাশিয়ান রেলওয়েজ লজিস্টিকসের প্রধান নির্বাহী ওলেগ পলিভ।