রায় ছিঁড়ে ক্ষমতার দাপট দেখানো সেই জেলা জজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে
- Update Time : ০৯:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ২৬৪ Time View
হাউ মাউ করে কেঁদেও কর্তৃপক্ষের হৃদয় গলাতে পারলেন না শরীয়তপুরের জেলা জজ সোলায়মান।
ক্ষমতার দাপট দেখিয়ে মামলার রায় ছিড়ে বিচারকাজ ফেলে রেখে ম্যাজিস্ট্রেটকে আড়াই ঘন্টা দাঁড় করিয়ে এসিআর খারাপসহ পুলিশে সোপর্দ করার হুমকি ধামকি দিয়ে অকথ্য ভাষায় বকাঝকা প্রদানকারী সেই জেলা জজ সোলায়মান নিজেকে নির্দোষ এবং বিভাগীয় মামলার দায় থেকে বাঁচার জন্য আজ অপরাহ্নে আইন মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার কক্ষে তদবির করেন।
তার পক্ষে উর্ধ্বতন কর্মকর্তাদের মনে দরদ সৃষ্টির জন্য কেঁদে কেঁদে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে নালিশ করেন। তবে তার এই মায়াকান্নায় কারো মন গলেছে বলে মনে হয় না। প্রত্যক্ষদর্শী বিশ্বস্ত কয়েকটি সূত্র এতথ্য নিশ্চিত করেন।
মন্ত্রণালয়ের জনৈক উর্ধ্বতন কর্মকর্তা জানান, রায় ছিড়ে দিয়ে যে গর্হিত কাজ করেছেন, তার খবরে বিচার প্রশাসন বিব্রতবোধ করছে।
তিনি জানান, শরীয়তপুরের জেলা জজ সোলায়মানের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে। শিঘ্রই তাকে বদলী করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে নির্ভরযোগ্য সূত্র জানায়।
দৈনিক নওরোজে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর শরীয়তপুরের বার সমিতিতে তাকে নিয়ে ব্যাপক হৈ চৈ পড়ে গেছে। অনেক আইনজীবী জেলা জজ সোলায়মানকে ধিক্কার দিয়ে যোগাযোগ মাধ্যমে পোস্টও দিয়েছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইনজীবী সমিতিকে অনুরোধ করেছেন তারা। শুধু আইনজীবীরাই নয় জজশীপে কর্মরত অনেক কর্মচারীও জেলা জজের বিরুদ্ধে নানান মন্তব্য করেছেন। অনেকে তাকে ঘুষের বাদশা সোলায়মান হিসেবে মন্তব্য করেন।
রায় ছিঁড়ে পছন্দের বিচারকের কাছে পুন: বিচারের জন্য পাঠালেন শরীয়তপুরের জেলা জজ
শরীয়তপুরের সাবেক সিনিয়র সহকারী জজ বর্তমানে ঢাকার সিএমএম কোর্টের মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের সাথে জেলা জজ সোলায়মানের মোবাইলে ধারণকৃত কথোপকথনের বাকী অংশ আগামী পর্বে।






































































































































































































