ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সূচনা মেমোরিয়াল ট্রাস্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু রংপুরে অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে ঢাকায় এসে হলেন ২৬ খণ্ড ড্রামে পাওয়া ২৬ টুকরো লাশটি রংপুরের আশরাফুলের, বন্ধুর সঙ্গে গিয়েছিলেন ঢাকায় আর্জেন্টিনা ও আয়ারল্যান্ডে দূতাবাস খুলছে বাংলাদেশ বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচনই একমাত্র বিকল্প : মির্জা ফখরুল প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন : সালাহউদ্দিন স্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহ রায়ের ‎ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘লোকের দুটি বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না!’ ৩০১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা, রেকর্ডে ভাসছে বাংলাদেশ

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু

রাজশাহী ব্যুরো
  • Update Time : ১১:৪১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ১৫ Time View

প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে রামেক হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

রামেক হাসপাতালের প্রতিবেদনে বলা হয়, গত ৬ নভেম্বর ভোরে শিশু সাবিহাকে রামেক হাসপাতালের ২৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সে প্রায় ১৫ দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলো। শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন দুপুরেই তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

এছাড়া মিঠু পাঁচদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে রামেক হাসপাতালের ৩০নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। তবে মৃতদের কারোই সম্প্রতি কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না।

প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে হাসপাতালে ৫ শিশুসহ ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১২ জন নারী। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার ৪০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে এক হাজার ৩৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এই মৌসুমে ১৭ জন রোগী মৃত্যুবরণ করেছেন।

মৃতরা হলেন সাড়ে ৫ বছর বয়সি শিশু সাবিহা ও মো. মিঠু (৩০)। এদের মধ্যে সাবিহা নওগাঁ ও মিঠু রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু

রাজশাহী ব্যুরো
Update Time : ১১:৪১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে রামেক হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

রামেক হাসপাতালের প্রতিবেদনে বলা হয়, গত ৬ নভেম্বর ভোরে শিশু সাবিহাকে রামেক হাসপাতালের ২৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সে প্রায় ১৫ দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলো। শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন দুপুরেই তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

এছাড়া মিঠু পাঁচদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে রামেক হাসপাতালের ৩০নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। তবে মৃতদের কারোই সম্প্রতি কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না।

প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে হাসপাতালে ৫ শিশুসহ ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১২ জন নারী। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার ৪০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে এক হাজার ৩৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এই মৌসুমে ১৭ জন রোগী মৃত্যুবরণ করেছেন।

মৃতরা হলেন সাড়ে ৫ বছর বয়সি শিশু সাবিহা ও মো. মিঠু (৩০)। এদের মধ্যে সাবিহা নওগাঁ ও মিঠু রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।