রাজধানীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন, নিহত ৪

- Update Time : ১১:২৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
- / ২৫৭ Time View
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করে। আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধারের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
এছাড়া অগ্নিদগ্ধ এক যাত্রীকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ট্রেনে আগুন দেয়া হয়েছে নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
শুক্রবার রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার।
এর আগে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান বলেন, শুক্রবার রাত ৯টা ৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়।
ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের কমপক্ষে চারটি কামরায় আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যায়। ঘটনাস্থলে এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
নওরোজ/এসএইচ