রাজধানীতে তরুণীর মরদেহ উদ্ধার

- Update Time : ০৫:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ২৭৩ Time View
রাজধানীর রামপুরা প্রধান সড়কের ফ্লাইওভারের নিচ থেকে সাহিদা ইসলাম মিম (২১) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ অক্টোবর) রাতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রমনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোছা. আমেনা খানম জানান, রাত ৩টার দিকে মৌচাক-রামপুরা প্রধান সড়কের ফ্লাইওভারের নিচ থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করি।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সাড়ে ১০টার দিকে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
নিহতের মা আজিমুন ইসলাম জানান, আমার মেয়ে এখন আর পড়াশোনা করে না। গান শেখে। রাত ৮টার দিকে ফোন করে তার বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে আমার মেয়েকে ফোন দিয়ে আর পাইনি।
তিনি জানান, রাতে পুলিশ ফোন দিয়ে বলে আপনি একটু থানায় আসেন। থানায় আমার মেয়ের মরদেহ শনাক্ত করি। মেয়েকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তাদের বাসা, ১০নং বাগিচারটেক পশ্চিম রামপুরায়।