ব্রেকিং নিউজঃ
রাজধানীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৪:৫৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ২২ Time View
রাজধানীর দনিয়া একে স্কুল গলি এলাকার একটি বাসা থেকে মো. রিজু মিয়ার (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, রাত ২টার দিকে দনিয়া একে স্কুল গলির একটি বাসা থেকে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আমরা স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি নিহত পেশায় হেলপার ছিল। তারা স্বামী-স্ত্রী থাকতো। তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকতো। রিজু ঠিকমতো কাজে যেত না। ঘরে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।