ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

রাঙ্গাবালীর অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

মো.ফিরোজ ফরাজী রাঙাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • Update Time : ০৫:৪৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / ১৫০ Time View

নিয়ম লঙ্ঘন করে বিনা অনুমতিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়েছে কোস্টগার্ড। অভিযানকালে অবৈধভাবে বালু তোলার দায়ে ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল আমিনকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হাসান এই জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন পাশর্বর্তী গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের বাবুল গাজীর ছেলে।

প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে উপজেলার আগুনমুখা নদীতে ড্রেজার দিয়ে স্থানীয় একটি চক্র বালু উত্তোলন করছিল ,এমন তথ্যের ভিত্তিতে রাতে কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম শামিম হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানকালে গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার গফুর হাওলাদারের মালিকানাধীন মা-বাবার দোয়া ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় তিনজনকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল আমিনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

জানা যায়, স্থানীয় চক্রটি গলাচিপা থেকে ওই ড্রেজারটি এনে আগুনমুখা নদী থেকে বালু উত্তোলন করছিল। তাদের যোগসাজশেই নদী থেকে বালু তোলা হচ্ছিল। এর বিনিময় চক্রটিকে কমিশন দেওয়া হতো বলে সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হাসান বলেন, একটি গ্রুপ নদী থেকে বিনা অনুমতিতে বালু তুলছিল। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল ইসলামকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করার পর মুচলেকা রেখে আটক ব্যক্তি এবং ড্রেজার ছেড়ে দেওয়া হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

রাঙ্গাবালীর অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

মো.ফিরোজ ফরাজী রাঙাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
Update Time : ০৫:৪৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নিয়ম লঙ্ঘন করে বিনা অনুমতিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়েছে কোস্টগার্ড। অভিযানকালে অবৈধভাবে বালু তোলার দায়ে ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল আমিনকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হাসান এই জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন পাশর্বর্তী গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের বাবুল গাজীর ছেলে।

প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে উপজেলার আগুনমুখা নদীতে ড্রেজার দিয়ে স্থানীয় একটি চক্র বালু উত্তোলন করছিল ,এমন তথ্যের ভিত্তিতে রাতে কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম শামিম হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানকালে গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার গফুর হাওলাদারের মালিকানাধীন মা-বাবার দোয়া ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় তিনজনকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল আমিনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

জানা যায়, স্থানীয় চক্রটি গলাচিপা থেকে ওই ড্রেজারটি এনে আগুনমুখা নদী থেকে বালু উত্তোলন করছিল। তাদের যোগসাজশেই নদী থেকে বালু তোলা হচ্ছিল। এর বিনিময় চক্রটিকে কমিশন দেওয়া হতো বলে সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হাসান বলেন, একটি গ্রুপ নদী থেকে বিনা অনুমতিতে বালু তুলছিল। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল ইসলামকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করার পর মুচলেকা রেখে আটক ব্যক্তি এবং ড্রেজার ছেড়ে দেওয়া হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।