ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রহস্যময় রূপে দুলকার সালমান

বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:১৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ২৪৬ Time View

দুলকার সালমান I ছবি : সংগৃহীত

‘লাকি ভাস্কর’-এর সাফল্য এবং ‘লোকাহ চ্যাপ্টার-১ এ রহস্যময় ক্যামিওর পর এবার একদম নতুন রূপে দেখা যাবে দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দুলকার সালমানকে। তার আসন্ন সিনেমা ‘কান্তা’ মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের ১৪ নভেম্বর।

সেলভামণি সেলভারাজ পরিচালিত এই ছবিতে দুলকারের বিপরীতে অভিনয় করছেন রানা দগ্গুবতি, সামুথিরাকানি ও ভাগ্যশ্রী বরসে। সম্প্রতি ছবিটির ৩ মিনিটের একটি অফিসিয়াল ট্রেলার প্রকাশ পেয়েছে।

প্রকাশিত ট্রেলারের শুরুতেই দেখা যায়, প্রধান চরিত্র টি কে মহাদেবন তার গুরুর সহায়তায় প্রথম বড় সুযোগ পান তামিল সিনেমায় অভিনয় করার । কিন্তু এরপর বিনয়ী ছাত্র থেকে ক্রমে যখন তিনি খ্যাতির শীর্ষে ওঠেন এবং ‘কিং অব অ্যাক্টিং’ হিসেবে পরিচিতি পান, তখনই অহংকার ও অন্তর্দ্বন্দ্ব তাকে গ্রাস করতে শুরু করে। ছবিটি মূলত এক গুরু-শিষ্য সম্পর্কের টানাপড়েন ও আবেগের সংঘর্ষকে কেন্দ্র করে এগোয়, এছাড়া ছবিটিতে কিছুটা থ্রিলার ঘরানার উপাদানও মিশে আছে।

প্রকাশিত ট্রেলারে ইতোমধ্যে দুলকার সালমান তার রহস্যময় অভিনয়ে মুগ্ধ করেছেন,পাশাপাশি সামুথিরাকানি তার গভীর উপস্থিতি দিয়ে নজর কেড়েছেন দর্শকদের।এদিকে ভাগ্যশ্রী বরসে আকর্ষণীয় নায়িকা হিসেবে আলো ছড়িয়েছেন ট্রেলারে, আর রানা দগ্গুবতি দেখা দিয়েছেন কঠোর মেজাজের পুলিশ অফিসার চরিত্রে।

এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবিটি নাকি তামিল সিনেমার প্রথম সুপারস্টার এম. কে. ত্যাগারাজা ভাগবতারের বিতর্কিত জীবন থেকে অনুপ্রাণিত ।

চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন তামিঝ প্রভা ও সেলভামণি সেলভারাজ। ছবির সহপ্রযোজক হিসেবেও রয়েছেন রানা দগ্গুবতি ও দুলকার সলমান।

‘কান্তা’র পর দুলকারকে দেখা যাবে তেলেগু ছবি ‘আকাশামালো ওকা তারা’-তে। সিনেমাটি পরিচালনা করেছেন পবন সাদিনেনি। এই ছবির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছিল দুলকারের জন্মদিনে।

এছাড়াও দুলকারের হাতে রয়েছে একটি অস্থায়ীভাবে নামকরণ করা সিনেমা ‘ডিকিউ৪১’, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে।

Please Share This Post in Your Social Media

রহস্যময় রূপে দুলকার সালমান

বিনোদন ডেস্ক
Update Time : ১২:১৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

‘লাকি ভাস্কর’-এর সাফল্য এবং ‘লোকাহ চ্যাপ্টার-১ এ রহস্যময় ক্যামিওর পর এবার একদম নতুন রূপে দেখা যাবে দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দুলকার সালমানকে। তার আসন্ন সিনেমা ‘কান্তা’ মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের ১৪ নভেম্বর।

সেলভামণি সেলভারাজ পরিচালিত এই ছবিতে দুলকারের বিপরীতে অভিনয় করছেন রানা দগ্গুবতি, সামুথিরাকানি ও ভাগ্যশ্রী বরসে। সম্প্রতি ছবিটির ৩ মিনিটের একটি অফিসিয়াল ট্রেলার প্রকাশ পেয়েছে।

প্রকাশিত ট্রেলারের শুরুতেই দেখা যায়, প্রধান চরিত্র টি কে মহাদেবন তার গুরুর সহায়তায় প্রথম বড় সুযোগ পান তামিল সিনেমায় অভিনয় করার । কিন্তু এরপর বিনয়ী ছাত্র থেকে ক্রমে যখন তিনি খ্যাতির শীর্ষে ওঠেন এবং ‘কিং অব অ্যাক্টিং’ হিসেবে পরিচিতি পান, তখনই অহংকার ও অন্তর্দ্বন্দ্ব তাকে গ্রাস করতে শুরু করে। ছবিটি মূলত এক গুরু-শিষ্য সম্পর্কের টানাপড়েন ও আবেগের সংঘর্ষকে কেন্দ্র করে এগোয়, এছাড়া ছবিটিতে কিছুটা থ্রিলার ঘরানার উপাদানও মিশে আছে।

প্রকাশিত ট্রেলারে ইতোমধ্যে দুলকার সালমান তার রহস্যময় অভিনয়ে মুগ্ধ করেছেন,পাশাপাশি সামুথিরাকানি তার গভীর উপস্থিতি দিয়ে নজর কেড়েছেন দর্শকদের।এদিকে ভাগ্যশ্রী বরসে আকর্ষণীয় নায়িকা হিসেবে আলো ছড়িয়েছেন ট্রেলারে, আর রানা দগ্গুবতি দেখা দিয়েছেন কঠোর মেজাজের পুলিশ অফিসার চরিত্রে।

এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবিটি নাকি তামিল সিনেমার প্রথম সুপারস্টার এম. কে. ত্যাগারাজা ভাগবতারের বিতর্কিত জীবন থেকে অনুপ্রাণিত ।

চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন তামিঝ প্রভা ও সেলভামণি সেলভারাজ। ছবির সহপ্রযোজক হিসেবেও রয়েছেন রানা দগ্গুবতি ও দুলকার সলমান।

‘কান্তা’র পর দুলকারকে দেখা যাবে তেলেগু ছবি ‘আকাশামালো ওকা তারা’-তে। সিনেমাটি পরিচালনা করেছেন পবন সাদিনেনি। এই ছবির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছিল দুলকারের জন্মদিনে।

এছাড়াও দুলকারের হাতে রয়েছে একটি অস্থায়ীভাবে নামকরণ করা সিনেমা ‘ডিকিউ৪১’, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে।