ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য

রমজান উপলক্ষে ঢাকা রিজেন্সি-তে ইফতার মাহফিলের আয়োজন

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : ০৫:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩২ Time View

পবিত্র রমজান মাসের আগমনী বার্তা নিয়ে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আত্মিক প্রশান্তি ও রুচিশীল খাবারের এক অনন্য অভিজ্ঞতায় অংশ নিতে। ঐতিহ্য, আন্তরিকতা ও আতিথেয়তার মেলবন্ধনে ঢাকা রিজেন্সি রমজানের প্রকৃত সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে প্রস্তুত।

আটটি চমৎকার ভেন্যুর অপূর্ব বিন্যাস যার ধারণক্ষমতা ২০ জন থেকে ৬০০ জন পর্যন্ত; এই ভেন্যুগুলো নিয়ে ঢাকা রিজেন্সি অতিথিদের সামাজিক অথবা কর্পোরেট ইফতার আয়োজনকে পরিণত করবে এক অবিস্মরণীয় মিলনমেলায়। ছোট পরিসরের সামাজিক / পারিবারিক আয়োজন হোক বা বৃহৎ কর্পোরেট গেট-টুগেদার, ঢাকা রিজেন্সির লাক্সারিয়াস ও সুসজ্জিত ভেন্যুগুলো নিশ্চিত করবে নির্বিঘ্ন ও আনন্দময় এক অভিজ্ঞতা। শহরের অন্যতম সেরা ভেন্যুগুলোর মধ্যে রয়েছে আকর্ষণীয় বলরুম ‘সেলিব্রেশন হল’, এছাড়াও এই রমজানে ঢাকা রিজেন্সি খাবারপ্রেমীদের জন্য এক অনন্য সুযোগ নিয়ে এসেছে, যেখানে তারা ইফতার ও কাপল ক্যান্ডেললাইট ইফতারের স্বাদ উপভোগ করতে পারবেন খোলা আকাশের নিচে, সবুজ ছোঁয়ায় সমৃদ্ধ রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে। একসঙ্গে ১ হাজার অতিথিকে স্বাগত জানানোর মতো সুবিশাল পরিসর, অত্যাধুনিক সুবিধা এবং দক্ষ স্টাফদের তত্ত্বাবধানে প্রতিটি আয়োজন হয়ে উঠবে স্মরণীয়।

ঢাকা রিজেন্সি নিয়ে এসেছে বিশেষ ইফতার ব্যাংকুয়েট প্যাকেজ; যেখানে থাকছে ঐতিহ্যবাহী, কন্টিনেন্টাল ও আরবীয় স্বাদের বিশেষ মেনু, কর্পোরেট ইফতার আয়োজনে বিনামূল্যে ভেন্যু, প্রশস্ত ও নান্দনিক ব্যাংকুয়েট হল, ইভেন্ট অনুযায়ী কাস্টমাইজড সেটআপ ও ডেডিকেটেড সার্ভিস, ঈদ উপহারসহ আরও নানা চমক! সঙ্গে সিগনেচার মেন্যু হিসেবে, ঢাকা রিজেন্সি সবচেয়ে জনপ্রিয় অ্যারাবিয়ান ইফতার প্যাকেজ ‘শাহন-আল-ইফতার’ অফার করছে, যা ১২-১৫ জনের জন্য একদম পারফেক্ট।

Please Share This Post in Your Social Media

রমজান উপলক্ষে ঢাকা রিজেন্সি-তে ইফতার মাহফিলের আয়োজন

প্রেস বিজ্ঞপ্তি
Update Time : ০৫:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

পবিত্র রমজান মাসের আগমনী বার্তা নিয়ে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আত্মিক প্রশান্তি ও রুচিশীল খাবারের এক অনন্য অভিজ্ঞতায় অংশ নিতে। ঐতিহ্য, আন্তরিকতা ও আতিথেয়তার মেলবন্ধনে ঢাকা রিজেন্সি রমজানের প্রকৃত সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে প্রস্তুত।

আটটি চমৎকার ভেন্যুর অপূর্ব বিন্যাস যার ধারণক্ষমতা ২০ জন থেকে ৬০০ জন পর্যন্ত; এই ভেন্যুগুলো নিয়ে ঢাকা রিজেন্সি অতিথিদের সামাজিক অথবা কর্পোরেট ইফতার আয়োজনকে পরিণত করবে এক অবিস্মরণীয় মিলনমেলায়। ছোট পরিসরের সামাজিক / পারিবারিক আয়োজন হোক বা বৃহৎ কর্পোরেট গেট-টুগেদার, ঢাকা রিজেন্সির লাক্সারিয়াস ও সুসজ্জিত ভেন্যুগুলো নিশ্চিত করবে নির্বিঘ্ন ও আনন্দময় এক অভিজ্ঞতা। শহরের অন্যতম সেরা ভেন্যুগুলোর মধ্যে রয়েছে আকর্ষণীয় বলরুম ‘সেলিব্রেশন হল’, এছাড়াও এই রমজানে ঢাকা রিজেন্সি খাবারপ্রেমীদের জন্য এক অনন্য সুযোগ নিয়ে এসেছে, যেখানে তারা ইফতার ও কাপল ক্যান্ডেললাইট ইফতারের স্বাদ উপভোগ করতে পারবেন খোলা আকাশের নিচে, সবুজ ছোঁয়ায় সমৃদ্ধ রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে। একসঙ্গে ১ হাজার অতিথিকে স্বাগত জানানোর মতো সুবিশাল পরিসর, অত্যাধুনিক সুবিধা এবং দক্ষ স্টাফদের তত্ত্বাবধানে প্রতিটি আয়োজন হয়ে উঠবে স্মরণীয়।

ঢাকা রিজেন্সি নিয়ে এসেছে বিশেষ ইফতার ব্যাংকুয়েট প্যাকেজ; যেখানে থাকছে ঐতিহ্যবাহী, কন্টিনেন্টাল ও আরবীয় স্বাদের বিশেষ মেনু, কর্পোরেট ইফতার আয়োজনে বিনামূল্যে ভেন্যু, প্রশস্ত ও নান্দনিক ব্যাংকুয়েট হল, ইভেন্ট অনুযায়ী কাস্টমাইজড সেটআপ ও ডেডিকেটেড সার্ভিস, ঈদ উপহারসহ আরও নানা চমক! সঙ্গে সিগনেচার মেন্যু হিসেবে, ঢাকা রিজেন্সি সবচেয়ে জনপ্রিয় অ্যারাবিয়ান ইফতার প্যাকেজ ‘শাহন-আল-ইফতার’ অফার করছে, যা ১২-১৫ জনের জন্য একদম পারফেক্ট।