রণবীর-আলিয়ার আলিসান বাড়িতে গৃহপ্রবেশ

- Update Time : ০২:২৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ১৮৯ Time View
প্রায় দুই বছরের প্রতীক্ষার অবসান। রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাসভবন অবশেষে প্রস্তুত। বলিউডের এই তারকা দম্পতি এবার দীপাবলিতেই কন্যা রাহাকে নিয়ে করতে চলেছেন গৃহপ্রবেশ। চারদিকে যখন উৎসবের আমেজ, তখন নিজেদের জীবনের এই বিশেষ অধ্যায় উদ্যাপনের প্রস্তুতিতে ব্যস্ত রণবীর-আলিয়া। তবে গৃহপ্রবেশের আনুষ্ঠানিকতার আগে পাপারাজ্জি ও সংবাদমাধ্যমকে জানিয়ে দিলেন এক বিশেষ বার্তা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রণবীর ও আলিয়ার এই বিলাসবহুল বাংলো যে জমির ওপর তৈরি হয়েছে, তা আগে ছিল রাজ কাপুর ও তার স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের। পরে সেই জমি উত্তরাধিকার সূত্রে পান ঋষি কাপুর ও নিত কাপুর। ঋষির মৃত্যুর পর সেই জমি পান রণবীর। আর সেই জমির ওপর তৈরি হয়েছে ২৫০ কোটি রুপির বিলাসবহুল বাংলো।
এই ছয়তলার বাংলো তৈরি করতে লেগেছে ২৫০ কোটি রুপি। যার প্রতিটি ফ্লোরেই রয়েছে ঝুলন্ত বাগানবারান্দা। একদম টপ ফ্লোরে রয়েছে সুইমিংপুল। ছাদ থেকে স্পষ্ট দেখা যায় আরব সাগর। প্রতিটি ফ্লোরেই রয়েছে প্রায় ১০টি করে বড় আকারের রুম। ইন্টেরিয়ারে রয়েছে সাবেকি ছাপ। জানা গিয়েছে, একটা ফ্লোরে রণবীর তৈরি করেছেন ছোট্ট সিনেমা হল। আর একটি ফ্লোর পুরোটাই রাহার জন্য।
সোশাল মিডিয়ায় এক বিবৃতি দিয়ে রণবীর ও আলিয়া বলেন, ‘এই দিওয়ালিতে আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করছি। সকলকে অনেক ধন্যবাদ এ ভাবে আমাদের পাশে থাকার জন্য। আশা করছি, আগামী দিনেও আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখতে সক্ষম হবো। সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা।‘