রংপুরের সাংবাদিকদের মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

- Update Time : ০৬:০১:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ২১ Time View
রংপুরে সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ। জমকালো এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন সাংবাদিকরা।
শনিবার বিকেলে রংপুর স্টেডিয়ামে সাদা জার্সি পড়ে মাঠে নামেন রিপোর্টারদের দল নিউজ হান্ডার ও সবুজ জার্সি পড়ে মাঠে নামেন ভিডিও জার্নালিস্টদের দল ক্রিয়েটিভ ইলেভেন।
দুই দলের এগারো এগারো ২২ জন খেলোয়াড় মাঠে নামেন। খেলা শুরু হওয়ার শুরুর প্রথম অর্ধেক ২২ মিনিটের মাথায় ১১ নাম্বার জার্সি পড়া মারুফের পাসে নিউজ হান্ডারের গোল করেন স্ট্রাইকার মোকাররম হোসাইন। এক শুন্য গোলে এগিয়ে থাকেন রিপোর্টারদের দল নিউজ হান্ডার। দ্বিতীয় অর্ধে ডি বক্সের ভিতরে হ্যান্ড করেন নিউজ হান্ডারের রনি। ট্রাইব্রেকারে গোল করেন ক্রিয়েটিভ ইলেভেন স্ট্রাইকার আলমগীর হোসেন। ১-১ গোলে শেষ হয় খেলা। এরপর গড়ায় ট্রাইব্রেকার। ট্রাইব্রেকারে নিউজ হান্ডার ৩ গোল করেন বিপরীতে ক্রিয়েটিভ ইলেভেন ৩ গোল করেন।
দুইদলের অধিনায়কের সিদ্ধান্তে ম্যাচটি ড্র ঘোষণা করেন রেফারি। উপস্থিত দর্শকেরা খেলাটি উপভোগ করেন প্রাণভরে।
নিউজ হান্ডারের অধিনায়ক নাজমুল ইসলাম নিশাদ বলেন, আমরা সব সময় অন্যের খবর লিখি। আমাদের মধ্যে একটি মিলনমেলার আয়োজন এটি খুব ভালো লাগলো আজ। সবার সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো। কাজের মধ্যেই থাকি আমরা সবার সঙ্গে ওইভাবে দেখা হয় না যেটি আজ হয়েছে। বন্ধুত্ব আরো ভালো হলো। গণমাধ্যম কর্মীদের এরকম আয়োজন সব সময় হওয়া দরকার তাহলে বন্ধুত্ব অটুট থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়