স্বর্ণ নারী এসোসিয়েশনের উদ্যোগে-
রংপুরের আদিবাসী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও গাছের চারা বিতরণ

- Update Time : ০৭:০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ১৪১ Time View
রংপুরের আদিবাসী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও গাছের চারা বিতরণ করা হয়েছে। স্বর্ণনারী এসোসিয়েশনের উদ্যোগে শনিবার দুপুরে নগরীর মর্ডান মোড় এলাকার কুঠিপাড়া আদিবাসী প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, বিস্কুট ও বনজ-ফলজ ও ওষুধিসহ বিভিন্ন জাতের ১টি করে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমলমতি শিশুদের হাতে স্কুল ড্রেস ও গাছের চারা বিতরণ করেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস ) মোছাঃ সুলতানা রাজিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বর্ণনারী এসোসিয়েশনের সভাপতি মঞ্জুশ্রী সাহা, সহ-সভাপতি নাজমুন নাহার দীনা, সম্পাদিকা মাহফুজা হাসনাত ডায়না, বিদ্যালয়ের প্রধান শিক্ষ ভুপেন্দ্র পাহান, বিদ্যালয় কমিটির সভাপতি গোবিন্দ্র পাহান, সাধারণ সম্পাদক পাঞ্চু পাহান, এসোসিয়েশনের সদস্য মোর্শেদা বেগম, শাহানাহা মাশরুর, জাহানারা বেগম, নাফিসা সুলতানা প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়