রংপুরে সাংবাদিক অপহরণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী রকি কারাগারে

- Update Time : ০২:১৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / ১১২ Time View
রংপুরের সিনিয়র সাংবাদিক একুশে টেলিভিশন ও সংবাদের ব্যুরো প্রধান লিয়াকত আলী বাদল কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী এনায়েত আলী রকি (৩৮) কে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এর আগে বুধবার রাতে ঢাকার যাত্রাবাড়ির রায় সাহেব বাজার এলাকা থেকে র্যাব ১০ এর সহযোগিতায় মেট্রোপলিটন কোতয়ালী পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
ওসি জানান, রংপুরের সিনিয়র সাংবাদিক একুশে টেলিভিশন ও সংবাদের ব্যুরো প্রধান লিয়াকত আলী বাদল কে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলার প্রধান আসামী এনায়েত আলী রকি। মামলার পর থেকে রকি পলাতক ছিলেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার যাত্রা বাড়ির রায় সাহেব বাজার এলাকা থেকে র্যাব ১০ এর সহায়তায় গ্রেফতার করা হয়। রংপুরে এনে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে কোর্টে প্রেরণ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। গ্রেফতারকৃত রকি নগরীর সিঙ্গারের গলি, জাহাজ কোম্পানীর মোড এলাকার হায়দার আলীর ছেলে।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর দৈনিক সংবাদে ‘রংপুরে জুলাই যোদ্ধার নামে অটোর লাইসেন্স, ৫ কোটি টাকার বাণিজ্যের পাঁয়তারা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর জেরে ২১ সেপ্টেম্বর দৈনিক সংবাদ ও একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এবং রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদলকে নগরীর কাচারী বাজার থেকে জুলাই রাজবন্দির পরিচয়ে রকি নামের এক যুবকের নেতৃত্বে অপহরণ করে রংপুর সিটি কর্পোরেশনে এনে নির্যাতন করা হয়। পরে প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নিউজের জন্য ক্ষমতা চাইতে বাধ্য করার চেষ্টা করা হয়। এ ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা ছুটে গেলে সিটি কর্পোরেশনের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী প্রধান ফটক আটকে দিয়ে মব তৈরি করে সাংবাদিকদের মারধর ও হেনস্তা করেন। এ ঘটনায় সাংবাদিক বাদল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, সাবেক কাউন্সিলর লিটন পারভেজ, সহকারী রাজস্ব কর্মকর্তা তম্ময় কুমার সরকারসহ ১৪ জনের নামে মামলা দায়ের করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়