ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
  • Update Time : ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৩০ Time View

রংপুর নগরীর তাজহাট থানা এলাকায় অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী। মঙ্গলবার গভীর রাতে প্রায় রাত ১টা ৩০ মিনিটের দিকে দর্শনা মোড় থেকে মডার্ণ মোড় মহাসড়কের পশ্চিম পার্শ্বে শুটকির আড়ত এলাকায় পুলিশ-সেনাবাহিনী এ যৌথ অভিযান পরিচালনা করে। এসময় শুটকির আড়তের পাশে বাউন্ডারি ঘেরা একটি বাগানের ভিতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো তল্লাশি করে ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ তালিকা মূলে তাজহাট থানায় নেওয়া হয়। পরে এ বিষয়ে তাজহাট থানায় একটি জিডি এন্ট্রি  করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী বলেন, অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে ফেলে রেখে গেছে তা উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

রংপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
Update Time : ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

রংপুর নগরীর তাজহাট থানা এলাকায় অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী। মঙ্গলবার গভীর রাতে প্রায় রাত ১টা ৩০ মিনিটের দিকে দর্শনা মোড় থেকে মডার্ণ মোড় মহাসড়কের পশ্চিম পার্শ্বে শুটকির আড়ত এলাকায় পুলিশ-সেনাবাহিনী এ যৌথ অভিযান পরিচালনা করে। এসময় শুটকির আড়তের পাশে বাউন্ডারি ঘেরা একটি বাগানের ভিতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো তল্লাশি করে ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ তালিকা মূলে তাজহাট থানায় নেওয়া হয়। পরে এ বিষয়ে তাজহাট থানায় একটি জিডি এন্ট্রি  করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী বলেন, অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে ফেলে রেখে গেছে তা উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।