ঢাকা ০২:১১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ভুমিকম্পের আগাম তথ্য পাওয়া যাবে উদ্বোধন হওয়া ডপলার রাডারের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে – পরিবেশ উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ভারত-পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে : ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পারিবারিক অনুষ্ঠানে গেলেন বেগম খালেদা জিয়া প্রায় ৫২ মিলিয়ন মানুষ বাংলাদেশে বন্যার ঝুঁকির মধ্যে থাকবে : পরিবেশ উপদেষ্টা রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়: গয়েশ্বর বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না : মির্জা ফখরুল লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর, যুবক আটক

রংপুরে ভূয়া ২ ডিবি পুলিশ আটক

Reporter Name
  • Update Time : ০৬:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • / ১৬০ Time View

কামরুল হাসান টিটু,রংপুর: গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে মোটরসাইকেল তল্লাশি করার সময় ভূয়া দুই ডিবিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। রোববার (৩০এপ্রিল) সন্ধ্যায় রংপুর মহানগরীর ফুল আমেরতল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন; গাইবান্ধা সদর উপজেলার চকমামরপুর কাজিবাড়ি এলাকার মোখলেছুর রহমানের ছেলে মেহেদি হাসান সাগর (২৮) এবং একই এলাকার জয়নাল আবেদীন ছেলে হিরু মিয়া (২৫)।

বিষয়টি  নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, রোববার সন্ধ্যায় ফুল আমেরতল সড়কে ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল তল্লাশি করে ওই দুই যুবক।  এরমধ্যে রংপুরগামী মিয়া মোহাম্মদ সুজন নামের এক ব্যবসায়ীর মোটরসাইকেল আটক করে তল্লাশি করতে চাইলে তাদের কথাবার্তায় সন্দেহ হয় ওই ব্যবসায়ীর।

তিনি আরও বলেন, এক পর্যায়ে ওই ব্যবসায়ীর সঙ্গে থাকা দুই আরোহি ডিবি পুলিশ দেওয়া দুজনকে চ্যালেঞ্জ করেন। এসময় সেখানে আশপাশের লোকজন জড়ো হলে ভয়ে ওই দুই যুবক স্বীকার করেন তারা ভূয়া পরিচয় দিয়েছে।

এদিকে খবর পেয়ে সেখানে হাজির হয় পুলিশ।  উত্তেজিত জনতা তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করেছে।  পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আবু মারুফ হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভূয়া ডিবি পুলিশ পরিচয় দেয়ার কথা স্বীকার করেছে। এরা একটি সিন্ডিকেট। বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় গিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করাসহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করে থাকে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রংপুরে ভূয়া ২ ডিবি পুলিশ আটক

Reporter Name
Update Time : ০৬:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

কামরুল হাসান টিটু,রংপুর: গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে মোটরসাইকেল তল্লাশি করার সময় ভূয়া দুই ডিবিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। রোববার (৩০এপ্রিল) সন্ধ্যায় রংপুর মহানগরীর ফুল আমেরতল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন; গাইবান্ধা সদর উপজেলার চকমামরপুর কাজিবাড়ি এলাকার মোখলেছুর রহমানের ছেলে মেহেদি হাসান সাগর (২৮) এবং একই এলাকার জয়নাল আবেদীন ছেলে হিরু মিয়া (২৫)।

বিষয়টি  নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, রোববার সন্ধ্যায় ফুল আমেরতল সড়কে ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল তল্লাশি করে ওই দুই যুবক।  এরমধ্যে রংপুরগামী মিয়া মোহাম্মদ সুজন নামের এক ব্যবসায়ীর মোটরসাইকেল আটক করে তল্লাশি করতে চাইলে তাদের কথাবার্তায় সন্দেহ হয় ওই ব্যবসায়ীর।

তিনি আরও বলেন, এক পর্যায়ে ওই ব্যবসায়ীর সঙ্গে থাকা দুই আরোহি ডিবি পুলিশ দেওয়া দুজনকে চ্যালেঞ্জ করেন। এসময় সেখানে আশপাশের লোকজন জড়ো হলে ভয়ে ওই দুই যুবক স্বীকার করেন তারা ভূয়া পরিচয় দিয়েছে।

এদিকে খবর পেয়ে সেখানে হাজির হয় পুলিশ।  উত্তেজিত জনতা তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করেছে।  পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আবু মারুফ হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভূয়া ডিবি পুলিশ পরিচয় দেয়ার কথা স্বীকার করেছে। এরা একটি সিন্ডিকেট। বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় গিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করাসহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করে থাকে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।