ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
উত্তরা মন্দিরে আনসার-ভিডিপি মহাপরিচালকের পরিদর্শন জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত সাবেক চেয়ারম্যান শাহীনের সেকেন্ড ইন কমান্ড পাভেল মোল্লার দৌরাত্ম্যে এলাকাবাসী অতিষ্ঠ সাকিবকে নিয়ে ভিপি সাদিকের স্ট্যাটাস মধ্যরাতে সাকিবের রহস্যময় পোস্ট জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭৭ দেশের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু, মালিকদের বিরুদ্ধে মামলা দায়িত্ব পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জন করা যায় – মনোয়ারা বেগম সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ রিমান্ডে টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য – পরিবেশ উপদেষ্টা

রংপুরে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবি

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
  • Update Time : ০৭:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • / ৩৪১ Time View

রংপুরে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নগরীর মেডিকেল পূর্বগেট এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে থেকে অবিলম্বে ভবনটির নির্মাণ কাজ বন্ধ করাসহ আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে গোলাম রব্বানী বিপ্লব বলেন, রংপুর মেডিকেল পূর্বগেট এলাকায় মোহনা হাউজিংয়ের অধীনে নির্মাণাধীন ১৪ তলা ভবনটির ইতোমধ্যে ১০ তলা পর্যন্ত হয়েছে। ভবনটির বিভিন্ন তলার বিম ইতোমধ্যেই চাপ সহ্য করতে না পেরে সরে গেছে। এছাড়াও ভবনটির নিচের প্রস্থ এবং ওপর তলার প্রস্থের মধ্যে ব্যাপক ফারাক রয়েছে। ত্রুটিপূর্ণ কাজের কারণে ভবনটি একদিকে হেলে গেছে। এতে করে আমরা এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছি।

তিনি আরও বলেন, এই ঝুঁকিপূর্ণ ভবনটির আশেপাশে প্রায় ১৫-২০টি পরিবার বসবাস করে, পাশে একটি মসজিদ আছে। যেখানে প্রতিদিন প্রায় শত শত মানুষ নামাজ পড়তে আসেন। এছাড়াও এই ঝুঁকিপূর্ণ ভবনটি প্রধান সড়কের পাশে। এতে করে হাজার হাজার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় এই ভবনটি ধসে যেতে পারে। রংপুর সিটি কর্পোরেশন এ নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এনিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে অভিযোগ দেওয়া হয়েছে। আমরা এই ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- আবু বারেক বারি মিঠু, মাহবুব হোসেন সুমনসহ এলাকার বিভিন্ন পেশার মানুষজন। এই অভিযোগ প্রসঙ্গে জানতে নির্মাণাধীন ভবন এলাকায় গিয়ে মোহনা কনট্রাকশনের কাউকে পাওয়া যায়নি। সেখানকার আশপাশের ব্যবসায়ীরা জানান, কিছুদিন ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ আসছে না। ত্রুটিপূর্ণ কাজ এবং ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠায় এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছে।

এ নিয়ে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার এক দশক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জনবল কাঠামো অনুমোদন হয়নি। পর্যাপ্ত জনবলের অভাবে আমরা আইনি ব্যবস্থা নিতে পারছি না। তবে যার বিল্ডিং কোড অনুসরন না করে ভবন নির্মাণ করেছেন, আজ হোক বা কাল হোক তাদের ত্রুটিপূর্ণ ভবন ভেঙ্গে ফেলা হবে।

Please Share This Post in Your Social Media

রংপুরে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবি

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
Update Time : ০৭:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

রংপুরে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নগরীর মেডিকেল পূর্বগেট এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে থেকে অবিলম্বে ভবনটির নির্মাণ কাজ বন্ধ করাসহ আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে গোলাম রব্বানী বিপ্লব বলেন, রংপুর মেডিকেল পূর্বগেট এলাকায় মোহনা হাউজিংয়ের অধীনে নির্মাণাধীন ১৪ তলা ভবনটির ইতোমধ্যে ১০ তলা পর্যন্ত হয়েছে। ভবনটির বিভিন্ন তলার বিম ইতোমধ্যেই চাপ সহ্য করতে না পেরে সরে গেছে। এছাড়াও ভবনটির নিচের প্রস্থ এবং ওপর তলার প্রস্থের মধ্যে ব্যাপক ফারাক রয়েছে। ত্রুটিপূর্ণ কাজের কারণে ভবনটি একদিকে হেলে গেছে। এতে করে আমরা এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছি।

তিনি আরও বলেন, এই ঝুঁকিপূর্ণ ভবনটির আশেপাশে প্রায় ১৫-২০টি পরিবার বসবাস করে, পাশে একটি মসজিদ আছে। যেখানে প্রতিদিন প্রায় শত শত মানুষ নামাজ পড়তে আসেন। এছাড়াও এই ঝুঁকিপূর্ণ ভবনটি প্রধান সড়কের পাশে। এতে করে হাজার হাজার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় এই ভবনটি ধসে যেতে পারে। রংপুর সিটি কর্পোরেশন এ নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এনিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে অভিযোগ দেওয়া হয়েছে। আমরা এই ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- আবু বারেক বারি মিঠু, মাহবুব হোসেন সুমনসহ এলাকার বিভিন্ন পেশার মানুষজন। এই অভিযোগ প্রসঙ্গে জানতে নির্মাণাধীন ভবন এলাকায় গিয়ে মোহনা কনট্রাকশনের কাউকে পাওয়া যায়নি। সেখানকার আশপাশের ব্যবসায়ীরা জানান, কিছুদিন ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ আসছে না। ত্রুটিপূর্ণ কাজ এবং ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠায় এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছে।

এ নিয়ে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার এক দশক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জনবল কাঠামো অনুমোদন হয়নি। পর্যাপ্ত জনবলের অভাবে আমরা আইনি ব্যবস্থা নিতে পারছি না। তবে যার বিল্ডিং কোড অনুসরন না করে ভবন নির্মাণ করেছেন, আজ হোক বা কাল হোক তাদের ত্রুটিপূর্ণ ভবন ভেঙ্গে ফেলা হবে।