রংপুরে জাল টাকা ব্যবহারের দায়ে এক ব্যক্তি গ্রেফতার

- Update Time : ০৭:০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩ Time View
রংপুর নগরীর ধাপ এলাকায় জাল টাকা ব্যবহারের অভিযোগে নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার নজরুল ইসলাম লালমনিরহাট জেলার সদর থানার বাসিন্দা।
সোমবার (১৫ সেপ্টম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
ওসি জানান, নগরীর থাপ এলাকায় নিউ নাবিয়াম ফার্মেসীতে ১৩ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৮ টার দিকে নজরুল ইসলাম ১ হাজার ৮০০ টাকার ওষুধ ক্রয় করে। পরিশোধের জন্য তিনি দুটি এক হাজার টাকার নোট প্রদান করেন। নোট দুটি নিয়ে ফার্মেসির দায়িত্বে থাকা ফজলে রাব্বীর সন্দেহ হয়। নোটগুলো যাচাই করে তিনি দেখেন নোটগুলো জাল টাকা। এসময় তিনি নজরুল ইসলামের কাছে আসল টাকা চান ফজলে রাব্বী। তিনি আসল টাকা দিতে ব্যর্থ হন এবং অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন।
পরে বিষয়টি পুলিশকে জানিয়ে মেট্রোপলিটন কোতয়ালী থানা একটি অভিযোগ দায়ের করেন ইনচার্জ রাব্বী। অভিযোগ পেয়ে পুলিশ পরের দিন রোববার রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালিয়ে জাল টাকা ব্যবহারের অভিযোগে নজরুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তার প্যান্টের পকেট থেকে আরও ৭টি জাল এক হাজার টাকার নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোটগুলো জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। পরে গ্রেফতার নজরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়।