রংপুর বিভাগের ৮ জেলার সাংবাদিকদের নির্বাচন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ সম্পন্ন

- Update Time : ০৮:৫৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ২৫৩ Time View
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ-পিআইবি’র উদ্যোগে রংপুর বিভাগের ৮ জেলায় কর্মরত সাংবাদিকদের তিন দিনব্যাপী নির্বাচন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে ।
২৫-২৭ নভেম্বর তিন দিনব্যাপী এ নির্বাচন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ- পিআইবি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও,পঞ্চগড়, নীলফামারী,গাইবান্ধা,কুড়িগ্রাম,লালমনিরহাট ও জেলায় কর্মরত ৩০ জন সাংবাদিক অংশ নেয়।
প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কালীন সময়ে তথ্য সংগ্রহ, কৌশল ও আইন বিষয়ে ধারনা,ঝুঁকি মোকাবেলার কৌশল জানানো হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন,নির্বাচন কমিশনার আনিসুর রহমান। তিনি নির্বাচন নিয়ে নানা বিষয় তুলে ধরেন। সেই সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। কোন রকম অসঙ্গতি বা গোলযোগ দেখা দিলে কিংবা কারচুপি হলে সাংবাদিকের তা সাথে সাথে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা বা নির্বাচন কমিশনকে অবহিত করার আহবান জানান।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন,নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি,বিশিষ্ট সাংবাদিক নাজমুল আশরাফ,গ্লোবাল টিভির সি ই ও সৈয়দ ইশতিয়াক রেজাসহ বিশিষ্ট জনেরা।
পিআইবি’র মহা পরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে সমাপনি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাবেক সচিব আবু আলম মো,শহিদ।
নির্বাচন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি বাড়তি হিসেবে সাংবাদিকের “অভিযোগ প্রতিকার ব্যবস্থা (GRS) অংশীজনের অবহিতকরণ” কর্মশালা অংশ গ্রহণের সুযোগ দেয়া হয়।
পিআইবি’র প্রতিবেদক নাজমুলের প্রাণবন্ত সঞ্চালনায় সমাপণ অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারি চ্যানেল আই’য়ের স্টাফ রিপোর্টার (দিনাজপুর) শাহ্ আলম শাহী, নীলফামারী চ্যানেল আই প্রতিনিধি আনোয়ারুল ইদসলাম,ঠাকুরগাঁও মাছরাঙা প্রতিনিধি বদরুল আলম,পঞ্চগড় ইন্ডিপেনডেন্ট টেলিভিশন প্রতিনিধি আলম অন্যরা বক্তব্য রাখেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়