ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার যৌথবাহিনীর হাতে রসিক কাউন্সিলর গ্রেফতার লোহাগাড়া সড়ক দূর্ঘটনা ট্রাজেডি: মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ৩জন লোহাগাড়ায় থামছেইনা মহাসড়কের মৃত্যুর মিছিল, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত ৯ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ১২০ পরিবারে ঈদ পালন লঞ্চ থেকে আবর্জনা নদীতে ফেললে নেয়া হবে ব্যবস্থা রংপুরে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায় বরগুনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত

রংপুর জেলা যুবলীগের এক লক্ষ গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
  • Update Time : ০৯:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / ১৪১ Time View

আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে রংপুর জেলা যুবলীগের উদ্যোগে বছরব্যাপী এক লক্ষ গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকালে নগরীর বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।

রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষীন চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি নওশাদ আলম রাজু, মীর শরিফুজ্জামান শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, শেখ মাহবুব নাসির টুটুল, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান লিটন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক রাকিবুজ্জামান রাকিব, জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদসহ অন্যরা।

উদ্বোধনী দিনে এক হাজার ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ ও রোপন করা হয়।

এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে রংপুর জেলা যুবলীগ নানা সামাজিক-মানবিক কর্মকান্ড বাস্তবায়ন করছে। ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আমরা এক লক্ষ গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছে। আজ উদ্বোধনী দিনে এক হাজার ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। সেই সাথে ঐতিহাসিক জেলা স্কুল মাঠে গাছের চারা রোপন করা হয়েছে। আমাদের ৮টি উপজেলা, ৩টি পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় বছরব্যাপী এ কার্যক্রম অব্যহত থাকবে।

জেলা যুবলীগের সভাপতি লক্ষ্মীণ চন্দ্র দাস বলেন, পরিবেশের ভারসাম্য ও দূষণ রক্ষায় এ বৃক্ষরোপন কার্যক্রম বড় ভূমিকা রাখবে। যেখানে একটি বড় গাছ কাটা হবে, সেখানে আমরা কমপক্ষে ১০টি গাছ রোপন করবো। তাহলে আমরা সবুজ শ্যামল দেশ গড়তে পারবো এবং সেই গাছ বড় হয়ে আমাদের অক্সিজেন দেবে, দূর্যোগের হাত থেকে রক্ষা করবে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম বলেন, আজ জেলা যুবলীগের উদ্যোগে আমরা গাছের চারা বিতরণ এবং রোপন করেছি। আমি প্রত্যাশা করছি, আগামীতে সরকারের বিরুদ্ধে যারা অপ-প্রচার চালাবে তাদের বিরুদ্ধে রংপুর জেলা যুবলীগ রুখে দাঁড়াবে।

Please Share This Post in Your Social Media

রংপুর জেলা যুবলীগের এক লক্ষ গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
Update Time : ০৯:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে রংপুর জেলা যুবলীগের উদ্যোগে বছরব্যাপী এক লক্ষ গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকালে নগরীর বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।

রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষীন চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি নওশাদ আলম রাজু, মীর শরিফুজ্জামান শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, শেখ মাহবুব নাসির টুটুল, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান লিটন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক রাকিবুজ্জামান রাকিব, জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদসহ অন্যরা।

উদ্বোধনী দিনে এক হাজার ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ ও রোপন করা হয়।

এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে রংপুর জেলা যুবলীগ নানা সামাজিক-মানবিক কর্মকান্ড বাস্তবায়ন করছে। ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আমরা এক লক্ষ গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছে। আজ উদ্বোধনী দিনে এক হাজার ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। সেই সাথে ঐতিহাসিক জেলা স্কুল মাঠে গাছের চারা রোপন করা হয়েছে। আমাদের ৮টি উপজেলা, ৩টি পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় বছরব্যাপী এ কার্যক্রম অব্যহত থাকবে।

জেলা যুবলীগের সভাপতি লক্ষ্মীণ চন্দ্র দাস বলেন, পরিবেশের ভারসাম্য ও দূষণ রক্ষায় এ বৃক্ষরোপন কার্যক্রম বড় ভূমিকা রাখবে। যেখানে একটি বড় গাছ কাটা হবে, সেখানে আমরা কমপক্ষে ১০টি গাছ রোপন করবো। তাহলে আমরা সবুজ শ্যামল দেশ গড়তে পারবো এবং সেই গাছ বড় হয়ে আমাদের অক্সিজেন দেবে, দূর্যোগের হাত থেকে রক্ষা করবে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম বলেন, আজ জেলা যুবলীগের উদ্যোগে আমরা গাছের চারা বিতরণ এবং রোপন করেছি। আমি প্রত্যাশা করছি, আগামীতে সরকারের বিরুদ্ধে যারা অপ-প্রচার চালাবে তাদের বিরুদ্ধে রংপুর জেলা যুবলীগ রুখে দাঁড়াবে।