ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে কুবির এক শিক্ষক ও এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, ভুয়া ‘মেজর’ আটক মগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড মাদক বিরোধে যুবক খুন, অভিযানে মিললো ৯ কোটি টাকার মাদক নারায়ণগঞ্জে ধর্ষণ-হত্যা মামলা তুলে না নেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ৬

রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
  • Update Time : ১১:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • / ২৬১ Time View

পিছিয়ে পড়া রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন রংপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বৃহস্পতিবার (০১ জুন) জাতীয় সংসদে উত্থাপিত ২০২৩-২৪ অর্থবছরের ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে প্রতিক্রিয়া জানান সুশীল সমাজের প্রতিনিধি, সংগঠক, শিক্ষক ও শিক্ষার্থীসহ সরকারি বেসরকারি চাকরিজীবীগণ।

বিশেষজ্ঞরা বলছেন, রংপুর অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করতে হলে শিল্পায়নের কোনো বিকল্প নেই। শিল্পায়নের দিক দিয়ে রংপুর অনেক পিছিয়ে। হাতে গোনা দু–চারটি ক্ষুদ্র শিল্প ছাড়া শিল্পায়ন বলতে রংপুরে কিছুই নেই। তাই শিল্পায়ন ও বাণিজ্যে বিনিয়োগ ও কর্মস্থান তৈরিতে বাজেটে আলাদা বরাদ্দ দেয়ার দাবি জানান তারা। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে এ বাজেটেই বিশেষ বরাদ্দ দেয়াসহ শিক্ষা বাজেটে পিছিয়ে থাকা রংপুরের জন্য বরাদ্দ বাড়ানো ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে বাজেটকে জনবান্ধব করার আহ্বান সকলের।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগরের সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, ‘পিছিয়ে পড়া রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে সরকারকে ‘থোক’ বরাদ্দ দিতে হবে। এ অঞ্চলে কোনো শিল্পায়ন গড়ে ওঠেনি, ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। এখানে বিনিয়োগের তেমন সুযোগ না থাকায় কেউ বিনিয়োগ করতে চাচ্ছে না। সরকারকে এগিয়ে আসতে হবে। এ বাজেটকে জনবান্ধব করতে হবে।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের সভাপতি নজরুল ইসলাম হাক্কানি বলেন, সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করতে পারলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না কেনো। আমরা চাই এ বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি আলাদা বরাদ্দ রাখা হোক।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী বলেন,অর্থনীতিকে চাঙ্গা করতে হলে শিল্পায়নের কোনো বিকল্প নেই। শিল্পায়নের দিক দিয়ে রংপুর অনেক পিছিয়ে। হাতে গোনা দু–চারটি ক্ষুদ্র শিল্প ছাড়া শিল্পায়ন বলতে রংপুরে কিছুই নেই। তাই শিল্পায়ন ও বাণিজ্যে বিনিয়োগের পাশাপাশি কর্মস্থান তৈরিতে বাজেটে আলাদা বরাদ্দ দেয়ার দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
Update Time : ১১:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩

পিছিয়ে পড়া রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন রংপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বৃহস্পতিবার (০১ জুন) জাতীয় সংসদে উত্থাপিত ২০২৩-২৪ অর্থবছরের ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে প্রতিক্রিয়া জানান সুশীল সমাজের প্রতিনিধি, সংগঠক, শিক্ষক ও শিক্ষার্থীসহ সরকারি বেসরকারি চাকরিজীবীগণ।

বিশেষজ্ঞরা বলছেন, রংপুর অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করতে হলে শিল্পায়নের কোনো বিকল্প নেই। শিল্পায়নের দিক দিয়ে রংপুর অনেক পিছিয়ে। হাতে গোনা দু–চারটি ক্ষুদ্র শিল্প ছাড়া শিল্পায়ন বলতে রংপুরে কিছুই নেই। তাই শিল্পায়ন ও বাণিজ্যে বিনিয়োগ ও কর্মস্থান তৈরিতে বাজেটে আলাদা বরাদ্দ দেয়ার দাবি জানান তারা। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে এ বাজেটেই বিশেষ বরাদ্দ দেয়াসহ শিক্ষা বাজেটে পিছিয়ে থাকা রংপুরের জন্য বরাদ্দ বাড়ানো ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে বাজেটকে জনবান্ধব করার আহ্বান সকলের।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগরের সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, ‘পিছিয়ে পড়া রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে সরকারকে ‘থোক’ বরাদ্দ দিতে হবে। এ অঞ্চলে কোনো শিল্পায়ন গড়ে ওঠেনি, ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। এখানে বিনিয়োগের তেমন সুযোগ না থাকায় কেউ বিনিয়োগ করতে চাচ্ছে না। সরকারকে এগিয়ে আসতে হবে। এ বাজেটকে জনবান্ধব করতে হবে।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের সভাপতি নজরুল ইসলাম হাক্কানি বলেন, সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করতে পারলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না কেনো। আমরা চাই এ বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি আলাদা বরাদ্দ রাখা হোক।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী বলেন,অর্থনীতিকে চাঙ্গা করতে হলে শিল্পায়নের কোনো বিকল্প নেই। শিল্পায়নের দিক দিয়ে রংপুর অনেক পিছিয়ে। হাতে গোনা দু–চারটি ক্ষুদ্র শিল্প ছাড়া শিল্পায়ন বলতে রংপুরে কিছুই নেই। তাই শিল্পায়ন ও বাণিজ্যে বিনিয়োগের পাশাপাশি কর্মস্থান তৈরিতে বাজেটে আলাদা বরাদ্দ দেয়ার দাবি জানাচ্ছি।