ব্রেকিং নিউজঃ
যেভাবে পদত্যাগ করেছেন পাপন

স্পোর্টস ডেস্ক
- Update Time : ০২:৩৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / ১৮৬ Time View
দীর্ঘ একযুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন নাজমুল হাসান পাপন। তার পরিবর্তে নতুন বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
বুধবার (২১ আগস্ট) ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় তিনি পদত্যাগ করেন। তবে সভায় কোনো প্রকার যোগদান ছাড়াই পদত্যাগ করেছেন তিনি।
গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান পাপন। তার কয়েকদিন পর এক বোর্ড পরিচালকের মাধ্যমে পদত্যাগের নীতিগত সিদ্ধান্তের কথা জানান তিনি। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবেই ঘোষণা দিলেন পাপন।
২০১৩ সালের পর ২০১৭ ও ২১ সালে টানা তিনবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন।
এখন অপেক্ষা নতুন এক সভাপতির জন্য। গুঞ্জন রয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদই হচ্ছেন ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি।
নওরোজ/এসএইচ