যে দেশে আইফোন ১৬ ব্যবহার নিষিদ্ধ
- Update Time : ০২:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ২৮৯ Time View
আইফোন ১৬ নিয়ে সারা বিশ্ব জুড়ে উন্মাদনা। আইফোনের নতুন ভার্সন নিয়ে এখন চর্চা তুঙ্গে। যদিও উল্টো চিত্র দেখা গেল দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায়। দেশটিতে আইফোন ১৬ ব্যবহার এমনকি কেনা-বেচা নিষিদ্ধ করা হয়েছে। এমনকি বাইরে থেকেও কেউ কিনে আনতে পারবেন না ফোনটি। কেউ লুকিয়ে ব্যবহার করতে গেলে পুলিশের হাতে ধরা পড়লে জেল-জরিমানার মুখে পড়তে হবে।
জানা গেছে, ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ প্রতিশ্রুতি পূরণ না করাই এই নিষেধাজ্ঞার নেপথ্যে রয়েছে। অ্যাপলের প্রতিশ্রুতি অনুযায়ী, প্রায় ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করার কথা। তবে প্রতিশ্রুত বিনিয়োগের মধ্যে এখন পর্যন্ত ৯ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছে অ্যাপল।
অ্যাগাস গুমিওয়াং জানিয়েছেন, যে আইফোন ১৬-র অনুমোদন তারা এখনো দিতে পারেন, কিন্তু অ্যাপলের বিনিয়োগও দেশে বাকি রয়েছে অনেকটাই। এর আগে অ্যাপলের কাছ থেকে আরও বিনিয়োগ আসার কথা রয়েছে, ফলে এখনো টিকেডিএন সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তাই এখন দেশে আইফোন ১৬ বিক্রি করা যাবে না।
এর আগে দেশটির শিল্পমন্ত্রী অ্যাপলের বিনিয়োগ ঘাটতির কথা উল্লেখ করে জানান, আইফোন ১৬ বিক্রি বা ব্যবহার নিষিদ্ধ হতে পারে। তিনি জানান, অ্যাপলের টিকেডিএন সার্টিফিকেশন এখনো সম্পন্ন হয়নি। টিকেডিএন সার্টিফিকেশন বা ডোমেস্টিক কম্পোনেন্ট লেভেল সার্টিফিকেশনের মাধ্যমে ইন্দোনেশিয়াতে অ্যাপলের পণ্য বিক্রি করতে হলে সেই প্রতিষ্ঠানের ন্যূনতম ৪০ শতাংশ স্থানীয় কনটেন্ট ভ্যালুর দরকার হয়। অর্থাৎ পণ্যের উপাদান, সেবা বা মান স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করতে হয়।
নওরোজ/এসএইচ






























































































































































































