ব্রেকিং নিউজঃ
যে একটি ভুলের কারণে ফোনের স্পিকারে সাউন্ড কম পাচ্ছেন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
- Update Time : ০২:৪৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ৭৭ Time View
অনেকেই অভিযোগ করেন, পুরনো স্মার্টফোনের স্পিকার এখন আগের মতো জোরে সাউন্ড দেয় না। অনেকের ধারণা স্পিকার নষ্ট হয়ে যাচ্ছে, অথচ অনেক সময় সমস্যা থাকে সহজ কারণে। ফোনের স্পিকার ঠিকমতো কাজ না করলে কল, ভিডিও চ্যাট এবং গান শুনতেও অসুবিধা হয়। কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই, বেশিরভাগ সমস্যা ঘরে বসেই ঠিক করা সম্ভব।
ঘরে বসেই ফোনের স্পিকার পরিষ্কার করার ধাপ
-
- ফোন বন্ধ করুন: স্পিকার পরিষ্কার করার আগে অবশ্যই ফোনটি সুইচ অফ করতে হবে।
- ফুঁ দিয়ে ময়লা সরান: স্পিকারের ছিদ্রে হালকা করে ফুঁ দিন। এতে ধুলো-ময়লা কিছুটা বের হয়ে আসে।
- ময়লা ঝাড়ুন: ফোনের কভার খুলে নিন। একটি পরিষ্কার ও শুকনো কাপড় বা ছোট ব্রাশ দিয়ে স্পিকারের মধ্যে আটকে থাকা ময়লা আলতো করে সরান।
- স্পেশাল সেটিং ব্যবহার করুন: নতুন কিছু ফোনে ‘ক্লিয়ার স্পিকার’ নামে একটি ফিচার থাকে। ফোনের সেটিংসে গিয়ে অতিরিক্ত সেটিংস-এ ক্লিক করলে এই ফিচার চালু করা যায়। এটি স্পিকারের ভেতরের ময়লা বা কণা সরাতে সাহায্য করে।
এই কৌশলগুলো অনুসরণ করলে অনেক সময় ফোনের স্পিকার নিজেই আগের মতো পরিষ্কার ও জোরে কাজ করতে শুরু করে। এতে মেকানিক বা সার্ভিস সেন্টারে যাওয়ার ঝামেলাও কমে।
- ফোন বন্ধ করুন: স্পিকার পরিষ্কার করার আগে অবশ্যই ফোনটি সুইচ অফ করতে হবে।
Tag :
বিজ্ঞান ও প্রযুক্তি












































































































































































































