ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে জেনেভা ক‍্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

জাতীয় ডেস্ক
  • Update Time : ০৭:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ৩৯ Time View

ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের দফায়-দফায় সংঘর্ষ হয়েছে। এতে শাহ আলম নামের একজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে জেনেভা ক্যাম্পে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান নিহতের খবর নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দফায়-দফায় সংঘর্ষের ঘটনায় শাহ আলম নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

ছবিঃ সংগৃহীত

এদিকে, জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে চিহ্নিত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন সেলিম ও ফয়সাল।

সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টার পর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানার নেতৃত্বে অভিযান শুরু হয়।

অভিযানে দেশীয় অস্ত্রসহ সেলিমকে এবং ফয়সাল নামের একজনকে গ্রেফতার করা যায়। দুজনই চিহ্নিত মাদক কারবারি।

এসিডি জুয়েল রানা বলেন, মাদক কারবারিরা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আমরা নিয়মিত তাদের গ্রেফতার করে আদালতে পাঠাই। এরপর জামিনে বেরিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে।

জানা গেছে, জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারিরা মাদকের স্পট দখলে নিতে গত কয়েকদিন ধরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে। মাদক কারবারকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটছে। মুহুর্মুহু গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

মোহাম্মদপুরে জেনেভা ক‍্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

জাতীয় ডেস্ক
Update Time : ০৭:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের দফায়-দফায় সংঘর্ষ হয়েছে। এতে শাহ আলম নামের একজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে জেনেভা ক্যাম্পে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান নিহতের খবর নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দফায়-দফায় সংঘর্ষের ঘটনায় শাহ আলম নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

ছবিঃ সংগৃহীত

এদিকে, জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে চিহ্নিত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন সেলিম ও ফয়সাল।

সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টার পর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানার নেতৃত্বে অভিযান শুরু হয়।

অভিযানে দেশীয় অস্ত্রসহ সেলিমকে এবং ফয়সাল নামের একজনকে গ্রেফতার করা যায়। দুজনই চিহ্নিত মাদক কারবারি।

এসিডি জুয়েল রানা বলেন, মাদক কারবারিরা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আমরা নিয়মিত তাদের গ্রেফতার করে আদালতে পাঠাই। এরপর জামিনে বেরিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে।

জানা গেছে, জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারিরা মাদকের স্পট দখলে নিতে গত কয়েকদিন ধরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে। মাদক কারবারকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটছে। মুহুর্মুহু গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।