ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার যৌথবাহিনীর হাতে রসিক কাউন্সিলর গ্রেফতার লোহাগাড়া সড়ক দূর্ঘটনা ট্রাজেডি: মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ৩জন লোহাগাড়ায় থামছেইনা মহাসড়কের মৃত্যুর মিছিল, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত ৯ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ১২০ পরিবারে ঈদ পালন লঞ্চ থেকে আবর্জনা নদীতে ফেললে নেয়া হবে ব্যবস্থা রংপুরে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায় বরগুনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত
র‍্যাবের বিশেষ অভিযান

মোহাম্মদপুর-ধানমন্ডিতে ১৫ ছিনতাইকারীসহ গ্রেফতার ২০

মুকিবুল হাসান
  • Update Time : ০৮:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • / ২৭৫ Time View

ডাকাতির প্রস্তুতিকালে ‘আকাশ গ্রুপের’ পাঁচ ও পৃথক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১৫ ছিনতাইকারীসহ ২০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-২। মঙ্গলবার (৩ অক্টোবর) র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

শিহাব করিম বলেন, সোমবার সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত র‍্যাব-২ বিশেষ অভিযান চালায় আদাবর থানাধীন শ্যামলী হাউজিং এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায়।

এসময় গ্রেফতার করা হয় ২০ জনকে। গ্রেফতারদের কাছ থেকে চাপাতি, ছুরি, চাকু, ক্ষুর ও অন্যান্য দেশি অস্ত্র উদ্ধার করা হয়। মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়।

সম্প্রতি কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন অপরাধে মারাত্মকভাবে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাং সদস্যরা মাদকাসক্ত হওয়ায় মাদকের টাকা জোগাড় করার জন্য সংঘবদ্ধ হয়ে ডাকাতি, ছিনতাই ও চুরির মত ঘটনা ঘটায়।

মোহাম্মদপুরের বসিলা ও এর আশপাশ এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। তারা জনমনে ত্রাস সৃষ্টি করে ছিনতাই, চাঁদাবাজি ও পথচারীদের কাছ থেকে মোবাইল ছিনতাইসহ শৃঙ্খলা বিরোধী কার্যক্রম ঘটায়।

এছাড়াও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে যে, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

এএসপি শিহাব করিম আরও বলেন, এ বিষয়ে থানায় একাধিক জিডি ও মামলা হয়। সাধারণ মানুষ ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে, এতে এলাকার পথচারী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

রাজধানীবাসী বিভিন্ন এলাকায় চলাচল করার সময় ছিনতাইকারীর কবলে পড়ে দুর্ভোগের শিকার হচ্ছে। নারী, পুরুষ, স্কুলগামী শিক্ষার্থীসহ নির্বিশেষে সবাইকে তিক্ত অভিজ্ঞতায় পড়তে হয়। এরই পেক্ষিতে র‍্যাব-২ এই চক্রের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

তিনি বলেন, পরবর্তীতে র‍্যাব-২ এ ঘটনার প্রেক্ষিতে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর ও ধানমন্ডি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ জনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একাধিক সংঘবদ্ধ কিশোর গ্যাং চক্রের সদস্য।

রাজধানীর বিভিন্ন এলাকায় রাতের আধারে ফুটপাতের দোকান ও পথচারীদেরকে তাদের কাছে থাকা ক্ষুর-চাকু ও দেশি অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছ থাকা নগদ টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ডাকাতি ও ছিনতাই করে বলে স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

র‍্যাবের বিশেষ অভিযান

মোহাম্মদপুর-ধানমন্ডিতে ১৫ ছিনতাইকারীসহ গ্রেফতার ২০

মুকিবুল হাসান
Update Time : ০৮:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩

ডাকাতির প্রস্তুতিকালে ‘আকাশ গ্রুপের’ পাঁচ ও পৃথক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১৫ ছিনতাইকারীসহ ২০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-২। মঙ্গলবার (৩ অক্টোবর) র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

শিহাব করিম বলেন, সোমবার সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত র‍্যাব-২ বিশেষ অভিযান চালায় আদাবর থানাধীন শ্যামলী হাউজিং এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায়।

এসময় গ্রেফতার করা হয় ২০ জনকে। গ্রেফতারদের কাছ থেকে চাপাতি, ছুরি, চাকু, ক্ষুর ও অন্যান্য দেশি অস্ত্র উদ্ধার করা হয়। মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়।

সম্প্রতি কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন অপরাধে মারাত্মকভাবে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাং সদস্যরা মাদকাসক্ত হওয়ায় মাদকের টাকা জোগাড় করার জন্য সংঘবদ্ধ হয়ে ডাকাতি, ছিনতাই ও চুরির মত ঘটনা ঘটায়।

মোহাম্মদপুরের বসিলা ও এর আশপাশ এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। তারা জনমনে ত্রাস সৃষ্টি করে ছিনতাই, চাঁদাবাজি ও পথচারীদের কাছ থেকে মোবাইল ছিনতাইসহ শৃঙ্খলা বিরোধী কার্যক্রম ঘটায়।

এছাড়াও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে যে, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

এএসপি শিহাব করিম আরও বলেন, এ বিষয়ে থানায় একাধিক জিডি ও মামলা হয়। সাধারণ মানুষ ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে, এতে এলাকার পথচারী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

রাজধানীবাসী বিভিন্ন এলাকায় চলাচল করার সময় ছিনতাইকারীর কবলে পড়ে দুর্ভোগের শিকার হচ্ছে। নারী, পুরুষ, স্কুলগামী শিক্ষার্থীসহ নির্বিশেষে সবাইকে তিক্ত অভিজ্ঞতায় পড়তে হয়। এরই পেক্ষিতে র‍্যাব-২ এই চক্রের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

তিনি বলেন, পরবর্তীতে র‍্যাব-২ এ ঘটনার প্রেক্ষিতে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর ও ধানমন্ডি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ জনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একাধিক সংঘবদ্ধ কিশোর গ্যাং চক্রের সদস্য।

রাজধানীর বিভিন্ন এলাকায় রাতের আধারে ফুটপাতের দোকান ও পথচারীদেরকে তাদের কাছে থাকা ক্ষুর-চাকু ও দেশি অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছ থাকা নগদ টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ডাকাতি ও ছিনতাই করে বলে স্বীকার করেছে।