মোদি অবশ্যই প্রতিশোধ নেবে, সজাগ থাকতে হবে দেশকে : ইমরান খান

- Update Time : ১১:৩১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ৪৯ Time View
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বর্তমানে পাকিস্তানের কারাবন্দি বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের সাথে সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে এ কথা বলেন তিনি।
বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ভারতের মোদি সরকার অবশ্যই প্রতিশোধ নেবে। তাই এ বিষয়ে দেশ ও জাতিকে সজাগ থাকতে হবে।
সেই সাথে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পদক্ষেপ প্রশংসনীয় বলেও করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বুধবার (১৪ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
কারাবন্দি ইমরান খানের সাথে তার বোন আলেমা খান সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। কারাবন্দি ভাই ইমরান খানের সাথে সাক্ষাতের সময় পাক-ভারত সংঘাতের বিষয়টিও আলোচনা হয়েছে বলে সংবাদমাধ্যমে জানান তিনি।
আলেমা বলেন, তিনি (ইমরান খান) আমাদের বলেছেন যুদ্ধের সময় এবং এই ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক জবাব দেওয়া প্রয়োজন। তিনি দেশ ও জাতির সতর্ক থাকার বিষয়েও পরামর্শ দিয়েছেন। কেননা ভারতের প্রধানমন্ত্রী মোদি অবশ্যই এ বিষয়ে প্রতিশোধ নিবেন।
এদিকে ইমরান খানের প্রতিষ্ঠিত দল পিটিআই-এর কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম এক বিবৃতিতে বলেছেন, ইমরান জানিয়েছেন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর উপযুক্ত জবাব কেবল জাতির মনোবলই বৃদ্ধি করেনি বরং কারাগারে থাকা ব্যক্তিদের মনোবলও বাড়িয়েছে।
মোদির প্রতারণা, অবিশ্বস্ত স্বভাবের ফলে ভারতের আগ্রাসন এবং সংঘাতের সম্ভাব্য পুনরাবৃত্তির জন্য পাকিস্তানকে প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান এ বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন।
এদিকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান দেশটির ক্ষমতাসীন শেহবাজ সরকারের সমালোচনা করে বলেন, ভারতের মতো প্রতিদ্বন্দ্বীর সাথে যুদ্ধবিরতি হতে পারলে নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষের সাথে আলোচনা করতে বাধা কোথায়?
গোহর আলী আরো বলেন, আঞ্চলিক উন্নয়নের জন্য শান্তি অপরিহার্য। তাই উচিত ভারত-পাকিস্তানের মধ্যে আলোচনা এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন।
এ সময় পিটিআই সবসময় দেশ ও জনগণের কল্যাণে গঠনমূলক সংলাপে অংশ নিতে প্রস্তুত বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সরকার সর্বদলীয় সম্মেলন ডাকলে পিটিআইয়ের রাজনৈতিক কমিটি সেখানে অংশগ্রহণের ব্যাপারে বিবেচনা করবে।